কর কমিশন কার্যালয়। ঢাকা বৃহৎ করদাতা ইউনিট (LTU), ঢাকা বিভিন্ন শূন্য পদে সরাসরি অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে
০১। কম্পিউটার অপারেটর -০৪ (চার)টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি
বেতন: গ্রেড-১১ (১১০০০-২৬৫৯০) টাকা
০২। সাঁটলিপিকার কম্পিউটার অপারেটার – ০২টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী, কম্পিউটার জানা অবশ্যক।
বেতন: গ্রেড-১১ (১১০০০-২৬৫৯০) টাকা
০৩। ব্যক্তিগত সহকারী – ০১টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাদ্যমিক পাশ বা সমমানের ডিগ্রী, কম্পিউটার জানা অবশ্যক।
বেতন: গ্রেড-১১ (১১০০০-২৬৫৯০) টাকা
০৪। উচ্চমান সহকারী – ০২টি
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ বা সমমানের ডিগ্রী, কম্পিউটার জানা অবশ্যক।
বেতন: গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০) টাকা
০৫। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর/কম্পিউটার অপারেটর – ১২টি
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ বা সমমানের ডিগ্রী, কম্পিউটার জানা অবশ্যক।
বেতন: গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০) টাকা
০৬। ডাটা এন্ট্রি অপারেটর – ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ বা সমমানের ডিগ্রী, কম্পিউটার জানা অবশ্যক।
বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০) টাকা
০৭। গাড়ী চালক – ০১টি
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী বা সমমানের পাশ। বৈধ্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০) টাকা
০৮। অফিস সহায়ক – ০৬টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ বা সমমানের পাশ।
বেতন: গ্রেড-২০ (৮২৫০-২০০১০) টাকা
বিজ্ঞপ্তিতে জেলা ভিত্তিক উল্লেখ্য আছে, বিস্তারিত বিপ্তপ্তিতে দেখুন।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ
ক) আবেদন অনলাইনে পুরণ করতে হবে: http://LTUTAX.teletalk.com.bd
খ) আবেদনের সময় : ১৬-০২-২০২০ আবেদন শেষ তারিখ ০৮-০৩-২০২০ ইং
গ) পরীক্ষা ফি: ১-৭ নং ক্রমিকের জন্য ১১২- এবং ৮ নং ক্রমিকের জন্য ৫৬/- টাকা; অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।