লালপুরে এবার এক শিশু করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত- ৭

Spread the love

করোনায় আক্রান্ত শিশু

নাটোরের লালপুর উপজেলায় এবার এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে লালপুর উপজেলায় একজন শিশু, দুইজন মেডিকেল স্টার্ফও একজন পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যসহ মোট ৭জন করোনায় আক্রান্ত হলেন।

সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম অক্রান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ‘ইমেল বার্তায় তাকে নতুন করে একজন শিশুর শরীরে করোনা পজেটিভের খবর জানানো হয়েছে। কোন উপসর্গ নেই তবে তারা ঈদের আগে ঢাকা থেকে এলাকায় আসে এবং গত ২৯ মে তার পরিবারের বাবা-মাসহ ৪জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো।

এর মধ্যে তার পজেটিভ এসেছে বাঁকিদের রিপোর্ট এখনো আসেনি। তার বাড়ি লালপুর উপজেলায় বয়স (০৮)। আক্রান্ত শিশুকে কোয়ারেন্টাইনে রাখাসহ তাদের বাড়ি লকডাউন করা হচ্ছে। এবং আক্রান্ত শিশুর কন্টাকে যারা ছিলো আগামীকাল তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানান।’

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করেছেন।

কবিতা “বৃষ্টির চিবুক”- জাহাঙ্গীর আলম সুমন

Check Also

কুমিল্লায়

কুমিল্লায় 4তলা ছাদ থেকে ফেলে দারোয়ানকে হত্যা

Spread the loveকুমিল্লায়, চান্দিনা – কুমিল্লার চান্দিনা উপজেলার পল্লী বিদ্যুৎ রোডে অবস্থিত একটি ভবনের ছাদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *