কবিতা- বৃষ্টির চিবুক
বৃষ্টির পানির চিবুব ধরিয়া
সদ্যসিক্ত ফুল গলে পরিয়া।
শিখিয়াছি প্রেম লজ্জায়।
হাজার বছর বাচিব আমি
যদি ডেকে নাও শয্যায়।
পলকহীন চক্ষুর চাহনি আমার
শুধু তোমার ধ্যানে জরায়।
অব্যাক্ত প্রণয়ের ভাষা আছে তীব্র খরায়।
আমি আনিয়াছি দুঃশাহস
আমার শ্রাবণ ধরায়।
আজ নীল শাড়ি পড়া আবশ্যক
হৃদয় স্পন্দিত আচল টেনে।
লেগেছে কাব্যের বানী
আমার বোবা জবানে।