এসো চা খেয়ে যাবে
জাহাঙ্গীর আলম সুমন
তোমাকে নিয়ে ভালোবাসার কথাগুলো
বিশুদ্ধ চিত্তে বলবো সমস্ত দিবস জুরে
আমার জন্ম জন্মান্তরে।
সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত
ভালোবাসা নিয়েই পড়ে থাকব ভূপৃষ্টের উপর
আমার কান্ড দেখে মানুষ বলবে
শালা পাগল হয়েছে।
ওকে তোরা মানুসিক হাসপতালে ভর্তি কর।
এসো চা খেয়ে যাবে
সাথে ঘি দিয়ে ভাজা টোস্ট বিস্কুট।
আমি লিখেছি রাজ্যশাসন ছেড়ে দিয়ে
প্রেমের চিরকুট।
আমি অফিস থেকে ফিরে এসে
তোমার অপরুপ সৌন্দর্য নিয়ে
আলোচনা করব।
তোমার সূর্যের মত উজ্জলতা নিয়ে
কাশবনের সবুজ ঘাসে হেটে হেটে
আমি অন্তহীন পথিক শুধু সামান্য বেটে।
এসো চা খেয়ে যাবে
সাথে ঘি দিয়ে ভাজা টোস্ট বিস্কুট।
আমি লিখেছি রাজ্য শাসন ছেড়ে দিয়ে
প্রেমের চিরকুট।
একটা ঐতিহাসিক সেলফি তুলবো সেদিন
চা খেতে খেতে,
তোমার নিতম্বের এলাকায় হাত রেখে বলব,
আমার ছোখের দিকে তাকাও
তোমার দুছোখ বাঁকিয়ে।
জীবনে শেষ কাল বলতে কিছুই নেই
বৃদ্ধতা দিয়ে শুরু করি
আবারো প্রেমের সূচনা।
এসো চা খেয়ে যাবে
সাথে ঘি দিয়ে ভাজা টোস্ট বিস্কুট।
আমি লিখেছি রাজ্য শাসন ছেড়ে দিয়ে
প্রেমের চিরকুট।
ঘরের পেছন টায় বসব।
বাড়ির প্রধান ফটকের ঠিক দক্ষিনারালে।
আমি প্রসন্নচিত্তে সংগ্রহ করেছি
নীল কুঠির একটি কেবিনেট
সেখানেই তোমার অপরুপ মুখশ্রী নিয়ে
আলোচনা করব।
কবিতা আবৃত্তির মত করে
ধিরে ধিরে তোমার পাশে সরে সরে।
এসো চা খেয়ে যাবে
সাথে ঘি দিয়ে ভাজা টোস্ট বিস্কুট।
আমি লিখেছি রাজ্য শাসন ছেড়ে দিয়ে
প্রেমের চিরকুট।
এসো চা খেয়ে যাবে।
SSC Routine 2022 PDF Download
আরও পড়ুন >> পবিত্র ঈদের দিনে আমাদের কি করনীয় এবং কি বর্জনীয়