ওয়ালটন গ্রুপে চাকরি বিজ্ঞপ্তি – বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ দীর্ঘদিন ধরে আধুনিক প্রযুক্তিনির্ভর পণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে নিয়মিত নতুন কর্মী নিয়োগ দিয়ে থাকে। ওয়ালটন গ্রুপে চাকরি যোগ্য ও মেধাবী প্রার্থীদের জন্য এটি একটি স্বর্ণালী সুযোগ, যেখানে স্থায়ী ক্যারিয়ার গড়ার পাশাপাশি রয়েছে উন্নত কর্মপরিবেশ, প্রশিক্ষণ ও পদোন্নতির সম্ভাবনা।
পদের নাম: টেকনিশিয়ান (Television)
পদের সংখ্যা: 20 জন
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা: SSC/Vocational/Diploma/Same
অন্যান্য যোগ্যতা: LED, LED Television সার্ভিসিং কাজে ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞদের অগ্রাধিকার।
বয়স: 30 বছর।
পদের নাম: চুক্তিভিত্তিক টেকনিশিয়ান (Refrigerator)
পদের সংখ্যা: 150 জন
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা: SSC/Vocational/Diploma in Engineering (Refrigerator & AC)/সমমানOther Experience: সংশ্লিষ্ট কাজে 2 বছরের Experience থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: 30 বছর
পদের নাম: ডেইলি বেসিস টেকনিশিয়ান (Refrigerator)
পদের সংখ্যা: 100 জন
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা: Eight Pass SSC/Vocational/Diploma in Engineering (Refrigerator & AC)/সমমানOther Experience: সংশ্লিষ্ট কাজে 5 বছরের Experience থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: 30 বছর।
পদের নাম: Daily Basis Technician (AC)
পদের সংখ্যা: 80 জন
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা: Eight Pass SSC/Vocational/Diploma in Engineering (Refrigerator & AC)/সমমান
Other Experience: সংশ্লিষ্ট কাজে 6 বছরের Experience থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: 30 বছর।
পদের নাম: Driver
পদের সংখ্যা: 20 জন
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা: SSC / equivalent
অন্যান্য যোগ্যতা: Pickup / Private Car Driving কাজে 05 বছরের বাস্তব অভিজ্ঞতা। প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স: 35 বছর।
আবেদনের সময়: ওয়ালটন গ্রুপে চাকরি – বিজ্ঞাপন প্রকাশের 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা: সিএইচআরও, এইচআরএম এন্ড অ্যাডমিন বিভাগ, ওয়ালটন কর্পোরেট অফিস, প্লট-১০৮৮, ব্লক-আই, সাবরিনা সোবহান ৫ম এভিনিউ, বসুন্ধরা, ভাটারা, ঢাকা-১২২৯ অথবা E-mail: jobs.waltonbd.com
আবেদনের নিয়ম: ওয়ালটন গ্রুপে চাকরি -যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ১কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি, অন্যান্য কাগজপত্র, মোবাইল নম্বর সহ দরখাস্ত পাঠাতে হবে। আবেদনপত্র এবং খামের উপর প্রার্থীকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।