এসএসসি’তে গুরুত্বপুর্ণ 20টি বাংলা রচনা/English Eassy

Spread the love

এসএসসি’তে (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার জন্য নিচে ২০টি গুরুত্বপূর্ণ রচনার তালিকা দেওয়া হলো। এগুলো বিগত বছরগুলোর প্রশ্নপত্র বিশ্লেষণ ও পাঠ্যক্রম অনুসারে বাছাই করা হয়েছে। পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো চর্চা করা অত্যন্ত প্রয়োজনীয়।

✅ এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ২০টি রচনা:

১। শিক্ষার গুরুত্ব
২। শিক্ষিত নাগরিকের ভূমিকা
৩। বিজ্ঞান ও আমাদের জীবন
৪। পরিবেশ দূষণ
৫। মাদকদ্রব্যের কুফল
৬। নারীর ক্ষমতায়ন
৭। বেকার সমস্যা
৮। বাংলা ভাষা ও আমাদের সংস্কৃতি
৯। আমার প্রিয় শিক্ষক
১০। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১১। ডিজিটাল বাংলাদেশ
১২। স্মার্ট বাংলাদেশ ২০৪১
১৩। প্রযুক্তির সুফল ও কুফল
১৪। বন্যার প্রভাব ও প্রতিকার
১৫। জলবায়ু পরিবর্তন
১৬। ছাত্র জীবনে শৃঙ্খলার গুরুত্ব
১৭। গ্রাম ও শহরের জীবন
১৮। স্বাস্থ্যই সম্পদ
১৯। করোনা ভাইরাস ও আমাদের শিক্ষা ব্যবস্থা
২০। বাংলাদেশের জাতীয় দিবসসমূহ

আরো পড়ুন :: স্বপ্নে জান্নাত ও জাহান্নাম দেখলে কি হয়?

 

নিশ্চিতভাবেই! নিচে এসএসসি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ২০টি ইংরেজি রচনার (English Essay) তালিকা দেওয়া হলো। এই টপিকগুলো বিগত বোর্ড প্রশ্নপত্র বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে, এবং এগুলোর যেকোনো একটি বা একাধিক পরীক্ষায় আসতে পারে।

✅ এসএসসি / SSC পরীক্ষার জন্য ২০টি গুরুত্বপূর্ণ English Essay Topics:

1. The Blessings of Science
2. My Aim in Life
3. A Village Fair
4. A Journey by Train / Boat / Bus
5. A Memorable Day in My Life
6. My Favourite Teacher
7. The Life of a Student
8. The Uses and Abuses of Mobile Phone
9. Digital Bangladesh
10. Environment Pollution

11. Climate Change
12. Importance of Tree Plantation
13. Duties of a Student
14. Your First Day at School
15. The Season You Like Most (e.g., Spring, Winter)
16. Corruption in Bangladesh
17. Unemployment Problem in Bangladesh
18. Price Hike
19. Women’s Empowerment
20. Road Accidents in Bangladesh

✍️ Essay Writing Tips for SSC:

Structure: Write in 3 parts – Introduction, Body, Conclusion
Word Count: Try to write 200–250 words
Language: Use simple and correct English
Content: Stay relevant to the topic, avoid unnecessary repetition
Practice: Memorize 8–10 well-written essays and adapt as needed

Google News বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন

 

Note : যে কোন রচনা PDF অথবা Word File পেত কমেন্ট করুন। আশা করি অবশ্যই পাবেন।

Check Also

নানান দেশের নানান ভাষা

নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা – ভাবসম্প্রসারণ Class-9, 10, SSC & HSC

Spread the loveনানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা – ভাবসম্প্রসারণ Class-9, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *