এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ এ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে। উক্ত প্রতিষ্ঠানে একাধিক ক্যাটাগরিতে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থী স্বহস্তে লিখিত আবেদন করতে পারবে।
প্রতিষ্ঠানের নামঃ এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ
পদের নামঃ
১। অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক
২। কনসালটেন্ট
৩। নার্নিং প্রেন্সিপাল/ভাইস প্রিন্সিপাল
৪। সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক
৫। রেজিষ্ট্রার / লেকচারার
৬। সহকারী রেজিস্ট্রার
৭। ইলেক্ট্রো মেডিকেল ইঞ্জিনিয়ার
৮। লেকচারার
৯। নার্সিং লেকচারার/নার্সিং /ইনস্ট্রাকটর
১০। ফার্মেসী বিক্রয় কর্মী
১১। ক্যাফেটিরিয়া ইনচার্জ
১২। মেডিকেল টেকনোলজিস্ট
১৩। অপথালমিক প্যারামেডিক/টেকনিসিয়ান
১৪। বিলিং অফিসার
১৫। ওয়ার্ড বয়/ আয়া
বেতনঃ বিজ্ঞপ্তির পদ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক হতে হবে
অন্যান্য অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর বয়সঃ ১৮ হতে ৩২ বছর পর্যন্ত
আরও পড়ুন >> কুরআন তিলাওয়াত এর গুরুত্বপূর্ণ আমল সমূহ
আবেদন শুরুর সময়ঃ ১৭ জুন ২০২২ ইং
আবেদন শেষের সময়ঃ ০৩ জুলাই ২০২২ ইং
আবেদন ফিঃ আবেদনের জন্য কোনরূপ ফ্রি প্রদান করতে হবে না।
নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রঃ দৈনিক ইত্তেফাক ১৭ জুন ২০২২ ইং তারিখে
টিকাঃ মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত, ছবি সহ উপস্থিত হবে হবে।
সরাসরি অথবা ডাকযোগে করে আবেদন পাঠাতে হবে। আবেদনের ঠিকানাঃ অধ্যক্ষ, এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ, ১১৭ তেজগাঁও, লাভরোড, ঢাকা-১২০৮
ভিডিও >> বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি লাভের উপায়