এবি ব্যাংক এর সকল প্রকার লোন সুবিধা

Spread the love

বেসরকারী ব্যাংকে তালিকায়া প্রথম সারির ব্যাংক হলো এবি ব্যাংক লিমিটেড, সকল প্রকার সুযোগ সুবিধা নিয়ে গ্রাহকদের দোর গোড়ায় হাজির এবি ব্যাংক। এবি ব্যাংকে ঠিকানাঃ ৩০-৩১ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা। আজকে আমরা তাদের ঋণ সুবিধা নিয়ে খুটি নাটি আলোচনা করবো।

এবি ব্যাংকে লোন সুবিধা গুলো হলোঃ

১। পার্সোনাল লোন
২। হোম লোন
৩। অটো লোন (গাড়ী ক্রয়)
৪। পার্সোনাল ওভার-ড্রাফট-সিকিউরড

সকল প্রকার লোনের বিস্তারিত আলোচনা। যা আপনাদের অনেকটা লোন পেতে সাহায্যে করবে। তবু বিশেষ অনুরোধ থাকবে, যে কোন প্রকার ব্যাংক লোনদেন করার আগে তাদের নিজস্ব শাখায় গিয়ে বিস্তারিত জেনে নিবেন।

পার্সোনাল লোন

উদ্দেশ্য
ব্যাক্তিগত বা সাংসারিক যে কোনো প্রয়োজন সহজে মেটাতে এল এ বি ব্যাংক পার্সোনাল লোন।

ঋণ সীমা
সর্বোচ্চ ২০ লাখ টাকা

চার্জ সমুহ
আবেদনের ফি: ৫০০ টাকা। প্রসেসিং ফি: অনুমোদিত ঋণের ১%।

মেয়াদ
সর্বোচ্চ: ৬০ মাস।

সুদের হার
আকর্ষণীয় সুদের হার (বিস্তারিত জানার জন্য ভিজিট করুন )

সিকিউরিটি
পণ্যের দায়বন্ধন কিনে নিতে হবে।

গ্যারেন্টি
স্বামী/স্ত্রী/ পিতা/মাতা প্রদত্ত গ্যারান্টি।
ব্যক্তিগত গ্যারান্টি (পরিবার ব্যাতিত)।

আরো পড়ুন >> অফিসার (জেনারেল) পদে ২৭৭৫ জন নিয়োগ বিজ্ঞপ্তি

হোম লোন

উদ্দেশ্য
এপার্টমেন্ট/ বাড়ি ক্রয়।
নতুন বাড়ি নির্মাণ।
পুরোনো ফ্লাট/ বাড়ি সংস্কার।
অন্যান্য ব্যাংক থেকে হোম লোন অধিগ্রহণ।

ঋণ সীমা
সর্বোচ্চ ২ কোটি টাকা অথবা এপার্টমেন্ট/বাড়ি/নির্মাণ কাজের মোট মূল্যের ৭০%
ভূমিকম্প এবং অগ্নিকান্ডের বিপরীতে সম্পত্তির বীমা সুবিধা
জীবনবীমা সুবিধা (ঐচ্ছিক)

চার্জ সমুহ
আবেদনের ফি: ৫০০ টাকা। প্রসেসিং ফি: অনুমোদিত ঋণের ১%।

মেয়াদ
সর্বোচ্চ: ২০ বছর।

সুদের হার
আকর্ষণীয় সুদের হার (বিস্তারিত জানার জন্য ভিজিট করুন )

সিকিউরিটি
মর্টগেজ এবং আইজিপিএ।

গ্যারেন্টি
কোন গ্যারান্টি প্রয়োজন নেই

AB Bank
অটো লোন (গাড়ী ক্রয়)

উদ্দেশ্য
নতুন গাড়ী ক্রয়।
রি-কন্ডিশন্ড গাড়ী ক্রয়।

ঋণ সীমা
নতুন বা রিকন্ডিশনড গাড়ীর মূল্যের ৫০%, তবে ৪০ লক্ষ টাকার বেশি নয়।

চার্জ সমুহ
আবেদনের ফি: ৫০০ টাকা। প্রসেসিং ফি: অনুমোদিত ঋণের ১%।

মেয়াদ
সর্বোচ্চ ৬০ মাস।

সুদের হার
আকর্ষণীয় সুদের হার (বিস্তারিত জানার জন্য ভিজিট করুন )

সিকিউরিটি
গাড়ী রেজিস্ট্রেশন হবে ব্যাংকের নামে, ক্লায়েন্ট-হায়ার পারচেজ প্রক্রিয়ার অধীনে।

গ্যারেন্টি
স্বামী/স্ত্রী/ পিতা/মাতা প্রদত্ত গ্যারান্টি।
পার্সোনাল ওভার-ড্রাফট-সিকিউরড

Google Newsবিস্তারিত জানতে Google News অনুসরণ করুন

উদ্দেশ্য
ব্যক্তিগত জরুরী প্রয়োজন মেটানো।

ঋণ সীমা
এবি ব্যাংক অথবা অন্যান্য ব্যাংকের ইস্যুকৃত ইন্সটুমেন্টের ফেস ভ্যালু/বর্তমান মূল্যের ৯০%।

চার্জ সমুহ
প্রসেসিং ফি:২,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা।

মেয়াদ
সর্বোচ্চ: ৩৬ মাস

সুদের হার
আকর্ষণীয় সুদের হার (বিস্তারিত জানার জন্য ভিজিট করুন )

সিকিউরিটি
সিকিউরিটির উপর পূর্বস্বত্ব ইনস্ট্রুমেন্টটি এ বি ব্যাংক এর কাছে লিয়েন রাখতে হবে।

গ্যারেন্টি
কোনো গ্যারান্টির প্রয়োজন নেই

Check Also

Facebook

Facebook থেকে 1000 ডলার ইনকামের সহজ উপায়গুলি কি কি

Spread the loveFacebook থেকে 1000 ডলার ইনকামের সহজ উপায়গুলি Facebook থেকে 1000 বা তার বেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *