করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আসন্ন এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিল মাসের প্রথমদিকে পরীক্ষার নতুন রুটিন জানানো হবে।
রোবার ২২ মার্চ দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউর হক সংবাদ সম্মেলনে জানিয়েছিলন, আসন্ন এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি নেয়া হয়েছে।
ইতোমধ্যে সারা দেশে প্রশ্নপত্রও পাঠানো হয়েগেছে। তবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে পরীক্ষা সম্পন্ন হওয়া নিয়ে স্বাভাবিকভাবেই অনিশ্চয়তা দেখা দিয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যেও বিষয়টি নিয়ে দু:শ্চিন্তা দেখা দিয়েছে।
আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে
এদিকে পরীক্ষাসূচি আগামী ১লা এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়া কথা ছিল। তবে শনিবার ২১ মার্চ এই পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৮ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় দেশের সব শিক্ষা বোর্ড।
আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম
নতুন পরীক্ষার সময়সূচি: আগামী 01 April 2020