ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজে সরকারী বিধি মোতাবেক সকল সুযোগ সুবিধা প্রদান করে বেশ কিছু শিক্ষক ও কর্মচারী নিয়োগ করা হবে।
১. সহকারী শিক্ষক
পদের সংখ্যা -১টি
বেতন: ১৬০০০-৩৮৬৪০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি/সমমান ও বিএড ডিগ্রি/সমমান অথবা স্নাতক পর্যায়ে ৩০০ নম্বরের ইংরেজিসহ স্নাতক ডিগ্রি/সমমান।
২. সহকারী শিক্ষক ধর্ম (ইসলাম)
পদের সংখ্যা -২টি
বেতন: ১৬০০০-৩৮৬৪০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ফাজিল সমমান ডিগ্রী ও বিএড ডিগ্রী/সমমান অথবা কামিল/সমমান ডিগ্রী। ফাজিল/সমমান ডিগ্রী।
৩. প্রশাসনিক সহকারী
পদের সংখ্যা- ১টি
বেতন: ১০২০০-২৪৬৮০/ টাকা
শিক্ষাগতা যোগ্যতা: যে কোন বিভাগে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
আরও পড়ুন >> ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ ।। প্রচলিত কিছু কবীরা গুনাহ
আরও পড়ুন>> সোনালী ব্যাংক এর আমানত স্কিমের নাম ও সুবিধা সমুহ
৪. রন্ধন সহায়ক
পদের সংখ্যা – ১টি
বেতন: ৮৫০০-২০৫৭০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: জে.এস.সি/৮ম শ্রেণি পাস অথবা সমমান হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অত্যাবশ্যক।
শর্তাবলী:
ক) প্রার্থীকে প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.ipsc.edu.bd আবেদন করতে হবে।
খ) আবেদনের সময়সীমা: ১৫ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২০ তারিখের মধ্যে।
গ) আবেদন প্রনালী: অনলাইনে আবেদন করতে হবে।
ঘ) লিখিত পরীক্ষা: ০৪ এপ্রিল ২০২০ তারিখ ১০০০ ঘটিকায় প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঙ) পরীক্ষা ফি: ৩৩০.০০ টাকা জমা দিতে হবে।
চ) প্রতিষ্ঠানের হিসাব শাখা হতেও আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
ছ) মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে সকল সনদপত্রের মূলকপি দেখাতে হবে। অধ্যক্ষ, ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ কুমিল্লা সেনানিবাস