ইমাম মাহদীর আগমনের আলামত

Spread the love

ইমাম মাহদীর আগমন ইসলামের গুরুত্বপূর্ণ একটি আকীদাহ, যা কিয়ামতের পূর্বলক্ষণগুলোর মধ্যে অন্যতম। হাদিসে বর্ণিত আছে, তিনি পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন এবং জুলুম-অত্যাচার দূর করবেন। ইমাম মাহদীর আগমনের বিভিন্ন আলামত রয়েছে, যা মানুষকে সতর্ক করে এবং ইমানকে দৃঢ় করার শিক্ষা দেয়।

ইমাম মাহদীর পরিচয়:

তাঁর নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামের মতই এবং তাঁর পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামএর পিতার নামের মতই। তিনি হবেন হাসান বিন আলী (রাঃ) এর বংশ থেকে। ইবনে কাছীর (রঃ) বলেনঃ ‘‘তিনি হলেন মুহাম্মাদ বিন আব্দুল্লাহ আল-ফাতেমী আল-হাসানী।

ইমাম মাহদী (আঃ) আসার আলামত হিসেবে হাদীসে যে ৭০ টি আলামত বর্ণিত হয়েছে, তার মধ্যে প্রায় ৬৫টি পূর্ণ হয়ে গেছে! এর কয়েকটি তুলে ধরা হলো-

ইমাম মাহদীর আগমনের আলামত

১। মানুষের ধন-সম্পদ বৃদ্ধি পাবে -(বুখারী),
২। মানুষ চুলে কলপ ব্যবহার করবে -(আবু দাউদ),
৩। ঘন ঘন ভূমিকম্প হবে-(বুখারী),
৪। বিনা বিচারে হত্যাকান্ড বেড়ে যাবে-(বুখারী ও মুসলীম),
৫। ঘন ঘন বাজার বসবে ও মহিলারা সর্বপ্রথম সেখানে ঢুকবে- (বুখারী, মুসলীম ও মিশকাত),
৬। মহিলারা পণ্য হবে (তাদের দোকানে বসানোসহ বিভিন্ন এডভারটাইজিং করাবে),
৭। পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে (বুখারী ও মুসলীম),
৮। ঘন ঘন বজ্রপাত হবে। বিভিন্ন এলাকার মানুষের যখন পরস্পরের সাথে দেখা হবে, তারা বলবে গত বজ্রপাতে তোমাদের এলাকায় কতজন মারা গেছে।
৯। সুদের ছড়াছড়ি হবে।
১০। দূর্নীতি বেড়ে যাবে।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

১১। কোন অপরাধে শাস্তি কায়েম হবে না।
১২। জ্বীনা-ব্যভিচার প্রেম-ভালোবাসা, অবৈধ সম্পর্ক, পরকীয়া বেড়ে যাবে।
১৩। সময় দ্রুত চলে যাবে, বরকত কমে যাবে।
১৪। গান-বাজনা ব্যাপক বৃদ্ধি পাবে ও তাকে হালাল মনে করা হবে।
১৫। মদ্যপান বেড়ে যাবে ও তা অন্য নাম দিয়ে বিক্রি করা হবে।
১৬। শাসকরা কাফেরদের বন্ধু বানাবে।
১৭। অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে।
১৮। সমাজ, পরিবার, রাষ্ট্র প্রায় জায়গায় নারীর কর্তৃক থাকবে।
১৯। নামে মাত্র মুসলিম থাকবে।
২০। পাপকে পাপ না মনে করে আনন্দ করবে।

আরও পড়ুন >> সূরা ইখলাস ও সূরা কাহাফ পাঠের ফজিলতসমুহ

 

২১। বেশি পরিমাণে বিদআত বৃদ্ধি পাবে।
২২। আকাশ থেকে (স্যাটালাইটের মাধ্যমে- ইন্টারনেট) ফেতনা বর্ষিত হবে!
২৩। মুসলীম উম্মাহর একদল মূর্তিপূজা করবে (বুঝে নেন)!
২৪। দাসী তার প্রভুকে জন্ম দেবে (মেয়ে তার মায়ের সাথে দাসীর মত আচরণ করবে)।
২৫। গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা, নর্তকীদের (Dancers) কদর বেড়ে যাবে!
২৬। মুসলিমরা সব জায়গায় নির্যাতিত হবে!
২৭। জিহাদ’সহ আরো বিভিন্ন ফরজ বিধান থেকে মানুষ দূরে থাকবে।
২৮। মূর্খরা আলেমদের ভূল ধরবে!

২৯। ফুরাত নদী শুকিয়ে যাবে (বর্তমানে শতকরা ৯৪ ভাগ পানি শুকিয়ে গেছে! খবর রাখেন?) আর তা থেকে স্বর্নের পাহাড় উঠে আসবে। শতকরা ৯৯ ভাগ মানুষ তা নিজের মনে করবে ও যুদ্ধে যাবে।
৩০। মৃত্যুকে ভয় পাবে ও জীবনের মায়া বেশি থাকবে।
৩১। সৌদি নেতৃত্বে তিনটি ফাটল হবে (বর্তমান বাদশাহর তিনজন ছেলে)।

বাকি ৫ টির মধ্যে ৪ আলামত পূরণ হলে কেয়ামতের দিন গোনা শুরু হয়ে যাবে! সেগুলো-

ক) আলেমদের থেকে ইলম উঠিয়ে নেয়া হবে,
খ) ক্বারিদের থেকে তেলাওয়াত উঠিয়ে নেয়া হবে,
গ) মসজিদ চাকচিক্য করবে কিন্তু মুসল্লী কম হবে।
ঘ) কোরআনের লেখা মুছে যাবে,
ঙ) পশ্চিম দিকে সূর্য উঠবে!
কি মনে হচ্ছে- কিয়ামতের দিন ঘনিয়ে এসেছে? আগে মনে হত- কিয়ামত আসতে এখনো সময় আছে। কিন্তু এখন মনে হয় কিয়ামত এতো কাছে যে হয়ত আমিও কেয়ামত দেখতে পারবো…!
ইমাম মাহদীর আগমনের মৃত্যু প্রতিদিন আমাকে-আপনাকে ৭ বার স্মরণ করছে! আমি-আপনি কয়বার মৃত্যুকে স্মরণ করছি?

 

Loading spinner

Check Also

শরীয়ত ও তরিকতের মৌলিক পার্থক্য এবং সম্পর্ক

শরীয়ত ও তরিকতের মৌলিক পার্থক্য এবং সম্পর্ক

Spread the loveশরীয়ত ও তরিকতের মৌলিক সম্পর্ক ইসলামিক ইবাদতের দুইটি গুরুত্বপূর্ণ দিক। শরীয়ত হলো আল্লাহর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *