ইবনে সিনা IBN SINA মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যাণপুর বেশ কিছু পদে
আগামী 05 May 2019 তারিখের মধ্যে প্রকৃত বাংলাদেশী যোগ্যতা সম্পন্ন নাগরিকগণ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
১। পদের নাম: আই.সি.ইউ ইনচার্জ
Education Qualification: এম.বি.বি.এস সহ এফ.সি.পি.এস পার্ট-১/এম.ডি পার্ট-১ (ইন্টারনাল মেডিসিন) অগ্রাধিকার প্রাপ্ত।
প্রতিষ্ঠিত কোন হাসপাতালে আই.সি.ইউ বিভাগে কমপক্ষে ০৫ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে। ।
২। পদের নাম: ডায়ালাইসিস ইনচার্জ
Education Qualification: এম.বি.বি.এস সহ এফ.সি.পি.এস পার্ট-১/এম.ডি পার্ট-১ (নেফ্রোলজি) অগ্রাধিকার প্রাপ্ত।
প্রতিষ্ঠিত কোন হাসপাতালে ডায়ালাইসিস বিভাগে কমপক্ষে ০৫ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
৩। পদের নাম: মেডিকেল অফিসার (ICU)
Education Qualification: এম.বি.বি.এস। General ICU -তে ০২ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্নদের | অগ্রাধিকার দেয়া হবে।
৪। পদের নাম: মেডিকেল অফিসার (Dialysis)
Education Qualification: এম.বি.বি.এস। Dialysis বিভাগে ০২ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে
৫। পদের নাম: সিনিয়র স্টাফ নার্স (ICU)
Education Qualification: বাংলাদেশ নার্সিং কাউন্সিল স্বীকৃত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি। প্রতিষ্ঠিত কোন হাসপাতালে General ICU তে ন্যূনতম ০২ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
৬। পদের নাম: সিনিয়র স্টাফ নার্স (Dialysis)
Education Qualification: বাংলাদেশ নার্সিং কাউন্সিল স্বীকৃত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি। প্রতিষ্ঠিত কোন হাসপাতালে Dialysis বিভাগে ন্যূনতম ০২ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
শর্তাবলী:
১। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা/সাক্ষাঙ্কারের জন্য ডাকা হবে।
২। আগ্রহী প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে পূর্ণ জীবন বৃত্তান্ত
ক। নাম খ) পিতা ও মাতার নাম গ। জন্ম তারিখ
ঘ। জমা দেয়ার শেষ তারিখে বয়স ঙ। বর্তমান ঠিকানা
চ। স্থায়ী ঠিকানা ছ। মোবাইল নাম্বার জ। শিক্ষাগত যোগ্যতা
ঝ। সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র
ঞ। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি
দরখাস্ত পাঠানো ঠিকানা:
ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যাণপুর।
আবেদন পাঠানোর শেষ তারিখ: 05 May 2019 তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ডাকযোগে/সরাসরি জমা দিতে হবে
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম