বিবাহ রাতের দ্বি-প্রহর অনেকটা সময় গল্পে কাটিয়ে জমে ভালবাসার আসর। কথামালা শেষে ঘুমের রাজ্যে গমন মনে রবাহুত ইচ্ছা চায় রমন। প্রেমিক হৃদয় হঠাৎ পাষান শুস্ক ও তপ্ত বন্যতায় ব্যকুল উগ্র অস্ত্র উদ্দমতায় কাষ্ঠ। তড়পানি জাগিয়েছি হোথা জঠরে ভরা জরায়ু যেথা। পান কর এ তাড়া অর্থ অনর্থ যা হোক এসে দাঁড়া। মসৃণতার উল্টাপাশে থাকে পংকিলতা শরীর তোমার পারবে কি নিতে এমন জটিলতা? প্রেমভরা হাতছানিতে পংকিলতার কুটিলতা স্বেচ্ছাকৃত সহ পানে থাকেনা কোন জটিলতা। অনাঘ্রাতা পেলে এ মর্যাদা বাড়িয়ে তুলে প্রেমের সুললতা। ব্যাথাতুর এ মানবিক মর্যাদা নই পাপারত ভালবাসার বন্দী খাঁচায় ইচ্ছে হয়ে পোষা। রচনাকাল: ১৪ নভেম্বর ২০১৪ইং আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে Offer View >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার