আর্মি মেডিকেল কলেজ বগুড়া ।। নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Spread the love

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়ায়

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় শিক্ষক নিয়ােগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছেঃ

সকল পদের নামঃ

১। প্যাথলজী
অধ্যাপক/সহযােগী অধ্যাপক – ১
সহকারী অধ্যাপক-১
২। ফার্মাকোলজী – অধ্যাপক/সহকারী অধ্যাপক-১
৩। ইউরােলজী – অধ্যাপক/সহকারী অধ্যাপক-১
৪। নিউরো সার্জারী – অধ্যাপক/সহকারী অধ্যাপক-১
৫। মেডিসিন – সহকারী রেজিস্ট্রার-১
৬। ফিজিওলজী – প্রভাষক-১
৭। বায়োকেমিস্ট্রি – প্রভাষক-২
৮। ফার্মাকোলজী – প্রভাষক -১

আরও পড়ুন >> হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি

যোগ্যতাঃ
১। সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যাতাঃ ডিএমডিসি এর নীতিমালা অনুযায়ী
২। বয়সঃ ৩৫ হতে ৬০ বছর
৩। বেতনঃ অত্র মেডিকেল কলেজের বেতন কাঠামো অনুযায়ী।

আর্মি মেডিকেল কলেজ

শর্তাবলীঃ

ক। আগ্রহী প্রার্থীগণকে আগামী ৩০ এপ্রিল ২০২২ তারিখ অফিস চলাকালীন সময় (১৪৩০) এর মধ্যে চীফ এ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ বগুড়া, বগুড়া সেনানিবাস এই ঠিকানায় ডাকযােগে অথবা ব্যক্তিগতভাবে নিম্নলিখিত নথিপত্র জমা দিতে হবে।

১। চীফ এ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ বগুড়া ব্বব্ব দরখাস্ত (কম্পিউটারে টাইপকৃত) ।
২। www.amcbogra.edu.bd ওয়েবসাইট হতে সংগৃহিত ব্যক্তিগত তথ্যাবলী” সংক্রান্ত দুই পাতার নির্ধারিত ফরমের পূরণকৃত কপি।
৩। শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি। অন্য কাগজপত্র যুক্ত করার প্রয়ােজন নাই। ৪। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৫। সম্প্রতি তােলা ০৫ (পাঁচ) কপি পাসপাের্ট সাইজের ছবি।
৬। অনলাইন ব্যাংকিং আছে এমন যে কোন তফসিলি ব্যাংক হতে ট্রাস্ট ব্যাংক লিঃ, বগুড়া।
সেনানিবাস শাখার অনুকূলে “চীফ এ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ বগুড় বার
ক। অধ্যাপক/সহযােগী অধ্যাপক/সহকারী অধ্যাপক পদের জন্য ১০০০/- সহকারী রেজিস্ট্রার/প্রভাষক
পদের জন্য ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
খ। চাকুরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত করতে হবে।
গ। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
ঘ। সাক্ষাতকারের তারিখ ও সময় মােবাইলের মাধ্যমে জানানাে হবে।

আরও পড়ুন >> নবীজির সহি ৩০টি হাদিস বাংলা অনুবাদ সহি দলিল সহ

৬। অসম্পূর্ণ আবেদন বাতিল করা হতে পারে । উল্লিখিত তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না।
ঙ। কর্তৃপক্ষ যে কোন আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
চ। প্রভাষক পদে ০৯ মার্চ ২০২২ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ইতঃপূর্বে আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নাই।

সকল তথ্য ঃ দৈনিক ইত্তেফাক, ২০ এপ্রিল ২০২২ ইং

ভিডিও >> ও মাঝি ভাই || O Majhi Vai || দরদ মাখা নাতে রাসুল

Check Also

হিসাব সহকারী

হিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি

Spread the loveহিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি প্রতিষ্ঠানঃ গণপূর্ত অধিদপ্তর (Public Works Department …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *