আমাদের গ্রাম চলে আঁকেবাঁকে
দুই ধারে গাছ মাটি ধরে রাখে।
মাঠে মাঠে ধান, সারি সারি ফুল
ছড়িয়ে পড়ে আছে কত রকমের কুল
পাখিরা ডাকে আর নিঝুম আকাশে
উড়ে যায় মেঘ হালকা বাতাসে।
পাখিদের কলরব আর কিলবিল ভরা
নদী থেকে জল আনে গ্রামের মেয়েরা।
সূর্যের আলোয় আর গাছের ছায়ায়,
বসে বসে ভাবি আর ডাকি পাখিদের আয় আয়।
নদীর স্রোতে নৌকা ভাসে
দূর থেকে মনে হয় কারা যেন আসে।
আসেপাশে গাছ, মানুষের বাস
বাঙালির চলে উৎসব বারোমাস।
গ্রামের একদিকে পুকুর একদিকে খাল।
বলদ গরুদের নিয়ে জমি করে হাল।
বিকেল বেলায় গ্রামের মেয়েরা বসে করে গল্প
সঙ্গে থাকে চানাচুর মুড়ি খায় খুবই অল্প।
ছোটো ছোটো ছেলে গ্রামের পাশে নিয়ে আসে বল
খেলার নাম করে বাগানে পাড়ে শুধু ফল।
ব্যাটের জোরে বল ঘুরে পড়ে যায় নদীতে,
সাঁতারের জন্য দৌড় লাগায় দ্রুতগতিতে।
(আমাদের গ্রাম নিয়ে যদি আপনাদের কোন কবিতা থাকে বা যে কোন কবিতা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজে আপনার কবিতা ছাপা হবে।। ইমেইল করতে পারেন -zohabd69@gmail.com)
বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন
আরও পড়ুন>> কৃষি সেবা পোর্টাল ডিজিটাল প্ল্যাটফর্মে মিলবে 45 সেবা