আবুল খায়ের টোব্যাকো কোং লি: নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ এর মার্কেটিং বিভাগে কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিম্নোক্ত পদে কিছু সংখ্যক পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়ােগ করা হবে।

(ট্রেড মার্কেটিং সুপারভাইজার (TMS))
শিক্ষাগত যােগ্যতা ঃ স্নাতক বা সমমান পাশ। অভিজ্ঞতা। ঃ আবেদনকারীর FMCG অথবা সিগারেট মার্কেটিং/ সেলস / প্রােমােশন – এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যােগ্যতা ঃ টিম পরিচালনায় পারদর্শী, চটপটে, উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন, সর্বোপরি প্রার্থীর
অবশ্যই Convincing ability থাকতে হবে ।
বেতন ঃ ২২০০০/= থেকে ২৬০০০/=

(ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ (TMR))
শিক্ষাগত যােগ্যতা: ন্যূনতম এইচ এস সি বা সমমান পাশ। অভিজ্ঞতা : সেলস / প্রােমােশন এর কাজে অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য যােগ্যতা ও চটপটে, উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন, সর্বোপরি প্রার্থীর অবশ্যই Convincing ability থাকতে হবে।

আরও পড়ুন >> ইসলামী ব্যাংক এর সহজ লোন সুবিধা । IBBL Easy Loan

শর্তাবলীঃ বয়স : সর্বোচ্চ ৩২ বছর।
দায়-দায়িত্বঃ দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিজস্ব ব্র্যান্ডের কনজাম্পশন এবং মার্কেট শেয়ার উত্তরােত্তর বৃদ্ধির জন্য দায়বদ্ধ থাকবেন।
কর্মস্থলঃ ঢাকা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার অন্তর্ভূক্ত এলাকা সমূহ।

আবুল খায়ের টোব্যাকো

সেনা কল্যান ভবন সংলগ্ন, টঙ্গী বাজার, গাজীপুর। আবুল খায়ের গ্রুপ।
২০ ও ২৭ আগস্ট, ২০২১ নাভানা এফ এস কসমাে।
সকাল ৯টা বাড়ী # ৪/বি, রােড # ৯৪, ২য় তলা, গুলশান-২, ঢাকা-১২১২,
থেকে দুপুর ১২টা আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপাের্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যােগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ উপরােক্ত ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরােধ করা যাচ্ছে।

আরও পড়ুন >> 

Banglalink ডিজিটাল সার্ভিস Apps সমুহ

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *