আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী Job of Ansar VDP

Spread the love

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী Job of Ansar VDP – বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা Ansar VDP বাহিনীর নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

০১. পদের নাম: ফার্মাসিস্ট – ০৩ জন
বেতন স্কেল- ১২৫০০- ৩০২৩০/- (গ্রেড-১১তম)
Education Qualification: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ০৩ (তিন) বছর মেয়াদী ডিপ্লোমা; কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

০২. পদের নাম: কম্পিউটার অপারেটর – ০১ জন
বেতন স্কেল- ১১০০০- ২৬৫৯০/- (গ্রেড-১৩তম)
Education Qualification: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী এবং কম্পিউটারে মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায়-২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test উত্তীর্ণ হইতে হইবে।

০৩. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম -০১ জন
বেতন স্কেল- ১১০০০- ২৬৫৯০/- (গ্রেড-১৩তম)
Education Qualification: স্নাতক বা সমমানের ডিগ্রী; কম্পিউটার অপারেটর, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং সাঁটলিপি বাংলায় সর্বনিম্ন গতি ৪৫ এবং ইংরেজি ৭০ প্রতি মিনিটে কম্পিউটার মুদ্রাক্ষর বাংলায় সর্বনিম্ন গতি ২৫ এবং ইংরেজি ৩০ প্রতি মিনিটে।

০৪. পদের নাম: বিজ্ঞপন সহকারী -০১ জন
বেতন স্কেল- ১০২০০- ২৪৬৮০/- (গ্রেড-১৪)
Education Qualification: স্নাতক বা সমমানের ডিগ্রীসহ বিজ্ঞাপন সংক্রান্ত কাজে অন্ন ০২ বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।

০৫. পদের নাম: থানা/উপজেলা প্রশিক্ষক- ১০৬ জন
বেতন স্কেল- ৯৭০০ – ২৩৪৯০/- (গ্রেড-১৫)
Education Qualification: দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাটিফিকেটসহ দৈহিক উচ্চতা (কমপক্ষে) ৫-৪, এবং বুকের মাপ ন্যূনতম ৩৫-৩২; তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেয়া হবে।

০৬. পদের নাম: উপজেলা/থানা প্রশিক্ষিকা -৩৬ জন
বেতন স্কেল- ৯৭০০ – ২৩৪৯০/- (গ্রেড-১৫)
Education Qualification: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাটিফিকেট।

০৭. পদের নাম: মাস্টার/নৌযান চালক -০৩ জন
বেতন স্কেল- ৯৭০০ – ২৩৪৯০/- (গ্রেড-১৫)
Education Qualification: ৮ম শ্রেণী উত্তীর্ণসহ দ্বিতীয় শ্রেণীর অভ্যন্তরীণ নৌযান চালনার যোগ্যতা সংক্রান্ত সনদপত্র থাকিতে হইবে।

০৮. পদের নাম: সারেং/লঞ্চ ড্রাইভার- ০৩ জন
বেতন স্কেল- ৯৭০০ – ২৩৪৯০/- (গ্রেড-১৫)
Education Qualification: ৮ম শ্রেণী উত্তীর্ণসহ দ্বিতীয় শ্রেণীর অভ্যন্তরীণ নৌযান চালনার যোগ্যতা সংক্রান্ত সনদপত্র থাকিতে হইবে।

০৯. পদের নাম: অফিস সহকারী কাম- ৪০ জন
বেতন স্কেল- ৯৩০০- ২২৪৯০/- (গ্রেড-১৬)
Education Qualification: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় কম্পিউটার মুদ্রাক্ষরিক উত্তীর্ণ সাটিফিকেটসহ কম্পিউটারে প্রশিক্ষন প্রাপ্ত এবং মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজীতে-২০, বাংলা-২০ শব্দ গতি সম্পন্ন হতে হবে।

১০. পদের নাম: নার্সিং সহকারী -১৫ জন
বেতন স্কেল- ৯৩০০- ২২৪৯০/- (গ্রেড-১৬)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাটিফিকেটসহ নার্সিং (ডিপ্লোমা) কোর্সের সনদপ্রাপ্ত হইতে হইবে।

১১. পদের নাম: কম্পাউন্ডার-০১ জন
বেতন স্কেল- ৯৩০০- ২২৪৯০/- (গ্রেড-১৬)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাটিফিকেটসহ কম্পাউন্ডারশীপে ডিপ্লোমা কোর্সের সনদপ্রাপ্ত হইতে হইবে।

১২. পদের নাম: সিইউইং, নিটিং এন্ড সিটিং- ০১ জন
বেতন স্কেল- ৯৩০০- ২২৪৯০/- (গ্রেড-১৬)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাটিফিকেটসহ স্ট্রিচিং ইন্সট্রাক্টর কোর্সের সনদপ্রাপ্ত হইতে হইবে।

১৩. পদের নাম: আউট বোর্ড মটর (ওবিএম)- ০৭ জন
বেতন স্কেল- ৯৩০০- ২২৪৯০/- (গ্রেড-১৬)
Education Qualification: অষ্টম শ্রেণী উত্তীর্ণসহ স্পিড বোট চালনায় অন্যান্য ড্রাইভার ০২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা১৪. ইলেকট্রিশিয়ান- ০১ জন
বেতন স্কেল- ৯০০০- ২১৮৫০/- (গ্রেড-১৭)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

১৫. পদের নাম: মহিলা আনসার -২২ জন
বেতন স্কেল- ৮৮০০- ২১৩১০/- (গ্রেড-১৮)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।

১৬. পদের নাম: সিগন্যাল অপারেটর -০২ জন
বেতন স্কেল- ৮৮০০- ২১৩১০/- (গ্রেড-১৮)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।

১৭. পদের নাম: ইলেকট্রিশিয়ান (মটরযান) -০১ জন
বেতন স্কেল- ৮৮০০- ২১৩১০/- (গ্রেড-১৮)
Education Qualification: অষ্টম শ্রেণী উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও “এ, বি, সি” লাইসেন্সধারী হইতে হইবে।

১৮. পেইন্টার- ০২ জন
বেতন স্কেল- ৮৮০০- ২১৩১০/- (গ্রেড-১৮)
Education Qualification: অষ্টম শ্রেণী পাস।

১৯. পদের নাম: গার্ড সিপাই -০৪ জন
বেতন স্কেল- ৮৮০০- ২১৩১০/- (গ্রেড-১৮)
Education Qualification: অষ্টম শ্রেণী পাস।

২০. পদের নাম: এমুনিশন (এনসিও) -০১ জন
বেতন স্কেল- ৮৫০০- ২০৫৭০/- (গ্রেড-১৯)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (নন-কমিশন কর্মকর্তা) ।

২১. পদের নাম- আর্মোরার -২৩ জন
বেতন স্কেল- ৮৫০০- ২০৫৭০/- (গ্রেড-১৯)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।

অলসতা সকল অনর্থের মূল অলসতা সকল অনর্থের মূল ।। ভাবসম্প্রসারণ

শিক্ষার গুরুত্ব

শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম

২২. কোয়াটার মাস্টার – ০৩ জন
বেতন স্কেল- ৮৫০০- ২০৫৭০/- (গ্রেড-১৯)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (আনসার সদস্যদের অগ্রাধিকার) ।

২৩. ব্যান্ডস্ ম্যান- ০৪ জন
বেতন স্কেল- ৮৫০০- ২০৫৭০/- (গ্রেড-১৯)
Education Qualification: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (আনসার সদস্যদের অগ্রাধিকার) ।

২৪. মহিলা ব্যান্ড – ২২ জন
বেতন স্কেল- ৮৫০০- ২০৫৭০/- (গ্রেড-১৯)
Education Qualification: অষ্টম শ্রেণী উত্তীর্ণসহ দৈহিক উচ্চতা (কমপক্ষে) ৫ফিট-২ইঞ্চি।

২৫. সুকানী – ০৪ জন
বেতন স্কেল- ৮৫০০- ২০৫৭০/- (গ্রেড-১৯)
Education Qualification: অষ্টম শ্রেণী পাস।

২৬. লর- ০১ জন
বেতন স্কেল- ৮২৫০- ২০০১০/- (গ্রেড-২০)
Education Qualification: অষ্টম শ্রেণী পাস।

২৭. অয়েলম্যান- ০২ জন
বেতন স্কেল- ৮২৫০- ২০০১০/- (গ্রেড-২০)
Education Qualification: অষ্টম শ্রেণী পাস।

২৮. নিরাপত্তা প্রহরী -০৪ জন
বেতন স্কেল- ৮২৫০- ২০০১০/- (গ্রেড-২০)
Education Qualification: অষ্টম শ্রেণী পাস।

২৯. অফিস সহায়ক – ১১ জন
বেতন স্কেল- ৮২৫০- ২০০১০/- (গ্রেড-২০)
Education Qualification: অষ্টম শ্রেণী পাস।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শর্তাবলী: অনলাইনে আবেদন করতে হবে ঠিকানা: www.ansarvdp.gov.bd
আবেদন শুরু: 27 April 2019 তারিখ
আবেদন শেষ: 27 May 2019 তারিখ ।

রেজিষ্ট্রেশনকালীন ফি: ক্রমিক নং০১ হতে ২৫ পর্যন্ত ১০০/-(একশত) টাকা এবং ক্রমিক নং- ২৬ হতে ২৯ পর্যন্ত ৫০/- (পঞ্চাশ) টাকা।

বয়স আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী : 27 May 2019 তারিখে ন্যূনতম ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *