আদমজী ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি

Spread the love

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০১৮ সালে ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সেনাবাহিনীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত EIIN-107855 একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি।

১। ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসারে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বাংলা মাধ্যম ও ENGLISH VERSION এ ভর্তির কার্যক্রম শুরু হয়েছে ।

২। আবেদনের যোগ্যতা নিম্নরূপ:
সাধারণ (Civil) ও অন্যান্য বিভাগে (বাংলা ও ইংরেজি মাধ্যম)
সেনাবাহিনী ও সেনাবাহিনীতে ঢাকায় কর্মরত প্রতিরক্ষা খাতভুক্ত কোটাভুক্ত এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সন্তান।
৩। আবেদন প্রক্রিয়া: (ক) অনলাইনের মাধ্যমে আবেদন: আবেদনকারীকে website (www.xiclassadmission.gov.bd)-এ গিয়ে Apply Online এ Click করে প্রয়োজনীয় তথ্য লিখে সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের জন্য (পছন্দক্রম উল্লেখপূর্বক) আবেদন করা যাবে।আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে পছন্দক্রমের তালিকায় অত্র কলেজকে অবশ্যই ০১ নম্বরে রাখতে হবে।

(খ) SMS এর মাধ্যমে আবেদন: টেলিটক মোবাইল ব্যবহার করে সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে মোবাইলের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে ১ম আবেদনটি অত্র কলেজের জন্য করতে হবে।

৫। বোর্ড কর্তৃক আবেদন গ্রহণের সময়: 12 May -23 May 2019 পর্যন্ত।

৬। প্রাথমিক পর্যায়ে নিশ্চায়ন: ১ম পর্যায়ের ফলাফল প্রকাশের পর 11 June – 18 June 2019 তারিখের মধ্যে শিক্ষার্থীকে 195/- টাকা ফি দিয়ে প্রাথমিক Selection নিশ্চায়ন করতে হবে।
৭। ২য় পর্যায়ে আবেদন গ্রহণের সময়: ১ম পর্যায়ের ফলাফল প্রকাশের পর 19 June – 20 June 2019 তারিখের মধ্যে শিক্ষার্থীরা বোর্ডর নিয়মানুসারে আবেদন করতে পারবে।

৮। ২য় পর্যায়ের নিশ্চায়ন: ২য় পর্যায়ের ফলাফল প্রকাশের পর 22 June – 23 June 2019 তারিখের মধ্যে ২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে Selection ও আবেদন বাতিল হবে।

৯। ৩য় পর্যায়ে আবেদন গ্রহণের সময়: ২য় পর্যায়ের ফলাফল প্রকাশের পর 24 June 2019 তারিখ শিক্ষার্থীরা বোর্ডের নিয়মানুসারে আবেদন করতে পারবে।

১০। ৩য় পর্যায়ের নিশ্চায়ন: ৩য় পর্যায়ের ফলাফল প্রকাশের পর 26 June 2019 তারিখে ৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে Selection ও আবেদন বাতিল হবে।

১১। ফলাফল প্রকাশ: শিক্ষা বোর্ড কর্তৃক চূড়ান্ত ফলাফল প্রকাশের পর কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
১২। ভর্তি কার্যক্রম: 27 June -30 June 2019 পর্যন্ত সকাল 9.00am ঘটিকা হতে বেলা 2.00pm ঘটিকা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

১৩। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র: ভর্তির সময় শিক্ষার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনের প্রিন্ট কপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র ও এর ০১ কপি ফটোকপি এবং যে শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রার্থী এসএসসি/সমমানের পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ইস্যুকৃত প্রশংসাপত্র জমা দিতে হবে।

১৪। বিস্তারিত তথ্যের জন্য মোবাইল- 01769-026061, 01769-026084, website: www.acc.edu.bd

Teletalk Registration Fee Payment Procedure:

Teletlk:- CAD<Space>Board<Space>Roll<Space>Year<Space>Security Code – sends 16222.

For Example: CAD<Space>DHA<Space>102548<Space>2019 <Space>758965

Note: here, DHA = Your Education Board Name 1st 3 alphabet, 102548= your SSC roll number, 2019 = your Passing year and 758965 is your Security Code.

Return SMS: – CAD<Space>YES<Space> PIN<Space>Contact Number sends it to 16222.

For Example: CAD<Space>YES<Space>12458935<Space>01675XXXXX

Check Also

বাংলাদেশের ফুটবল

বাংলাদেশের ফুটবল বাংলা রচনা সকল শ্রেণির জন্য

Spread the loveবাংলাদেশের ফুটবল ভূমিকা: ফুটবল বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা। কয়েক দশক আগেও বাংলাদেশের গ্রামে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *