আকিজ গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান আকিজ সিরামিকস্ লিঃ, মোক্ষপুর, ত্রিশাল, ময়মনসিংহ এর জরুরী ভিত্তিতে নিম্নেবর্ণিত পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য আহবান করা হচ্ছে।
১। পদের নাম: সিফট ইঞ্জিনিয়ার (বডি প্রিপারেশন, প্রেস, কিলন, গ্লেজ লাইন, সর্টিং এন্ড প্যাকিং, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল):
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে। কোন সিরামিকস্ কোম্পানীতে স্ব-স্ব সেকশনে ৫-৬ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২। পদের নাম: সুপারভাইজার (বডি প্রিপারেশন, প্রেস, সর্টিং এন্ড প্যাকিং ও কিলন)
শিক্ষাগত যোগ্যতা:প্রার্থীকে ন্যূনতম এস.এস.সি/এইচ.এস.সি পাশ হতে হবে। কোন সিরামিকস্ (টাইলস) কোম্পানীতে স্ব-স্ব বিভাগে ১০-১২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৩। পদের নাম: অপারেটর (বডি প্রিপারেশন, স্কয়ারিং এন্ড পলিশিং, গ্লেজবল, প্রেস, কিলন, গ্লেজ লাইন, সর্টিং এন্ড প্যাকিং)।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী/এস.এস.সি পাশ হতে হবে। কোন সিরামিকস্ (টাইলস) কোম্পানীতে স্ব-স্ব বিভাগে অপারেটর হিসাবে ৫-৬ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৪। পদের নাম: স্কীল ওয়াকার (বডি প্রিপারেশন, স্কয়ারিং এন্ড পলিশিং, গ্লেজবল, প্রেস কিলন, গ্লেজ লাইন, সর্টিং এন্ড প্যাকিং)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্ৰেণী/এস.এস.সি পাশ হতে হবে। কোন সিরামিকস্ (টাইলস) কোম্পানীতে ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম
আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে
৫। পদের নাম: ওয়েল্ডার, মেইন্টেনেন্স টেকনিসিয়ান:
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী/এস.এস.সি পাশ হতে হবে। কোন সিরামিকস্ কোম্পানীতে ওয়েল্ডার, মেইন্টেনেন্স টেকনিসিয়ান হিসাবে ৮-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৬। পদের নাম: সিনিয়র ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান/মোটর ওয়িন্ডিং
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী/এস.এস.সি পাশ হতে হবে। কোন সিরামিক/টেক্সটাইল কোম্পানীতে ইলেকট্রিশিয়ান হিসাবে ৭-৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৭। পদের নাম: অপারেটর (ফর্কলিফট)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী/এস.এস.সি পাশ হতে হবে। ফর্কলিফট অপারেটর হিসাবে ৭-৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৮। পদের নাম: সহকারী অপারেটর
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে। ১-২বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ।