গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় (Economic Relations Division), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর ১৩তম, ১৬তম ও ২০তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সাধারণ ও হিসাবকোষ (General & Accounting) সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত নাগরিকেদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
পদের নাম ও সংখ্যা: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (Computer Operator) – 07 (সাত) জন।
বেতন ও গ্রেড: 11000 – 26590 টাকা (১৩তম গ্রেড)
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক (B.A) ও সমমান ডিগ্রী, সাঁটলিপিতে ও কম্পিউটারে পরদর্শি হতে হবে।
পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – 06 (ছয়) জন
বেতন ও গ্রেড: 9300 – 22490 টাকা (গ্রেড ১৬তম)
যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক (HSC) বা সমমান পাস, কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত।
New Jobs >> হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ নিয়োগ
পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী (Office Assistant) – 18 (আঠার) জন
বেতন ও গ্রেড: 8250 – 20010 টাকা (গ্রেড ২০তম)
যোগ্যতা ও অভিজ্ঞতা: মাধ্যমিক (SSC) বা সমমান পাস
পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষ) – 02 (দুই) জন
বেতন ও গ্রেড: 9300 – 22490 টাকা (গ্রেড ১৬তম)
যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক (HSC) বা সমমান পাস, কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত।
Online এ আবেদন ফরম পূরণের নিয়ম: অর্থ মন্ত্রণালয়ে Economic Relations Division (www.erd.gov.bd) অথবা (http://erd.teletalk.com.bd) ঠিকানায় আগামী 27 March 2019 থেকে 16 April 2019 পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি প্রদান করতে হবে।
ফি প্রদানের নিয়ম: 1. ERD<space>Used ID লিখে Send করতে হবে 16222
2. ERD<space>Yes<PIN লিখে Send করতে হবে 16222
Online ফরম পূরণ করতে ক্লিক করুন
পরীক্ষার সময়, প্রবেশপত্র, কেন্দ্র ও অন্যান্য তথ্য পেতে অর্থ মন্ত্রণালয়ে Economic Relations Division (www.erd.gov.bd) অথবা (http://erd.teletalk.com.bd) ঠিকানায় পাওয়া যাবে।
More Product >> Smart speaker – Echo Dot – Alexa to any room