বাংলাদেশ ব্যাংকে অফিসার জেনারেল পদে ২০৪৬টি পদে বাংলাদেশ ব্যাংকের অধিনে সোনালী ব্যাংক, জনাতা ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংকে জরুরী ভিত্তিতে নিয়োগ।
পদের নাম: অফিসার (জেনারেল)
পদের সংখ্যা: ২০৪৬টি
ব্যাংকের নাম:
ক।সোনালী ব্যাংক -৩১৫টি
খ।জনাতা ব্যাংক – ৩৬৯টি
গ।রূপালী ব্যাংক -৪৭০টি
ঘ।বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক -১৪টি
ঙ।বাংলাদেশ কৃষি ব্যাংক-৫৩০টি
চ।রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক -২৮৯টি
ছ।হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন -৪৭টি
জ।ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাংক -০৫টি
ঝ।কর্মসংস্থান ব্যাংকে -০৭টি।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬০০০-৩৮৬৪০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী অথবা ৪ বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সন্মান)/সমান ডিগ্রী।
বয়স: ০১/০৭/২০১৯ তারিখ অনুয়ায়ী ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর।
আবেদনের শেষ তারিখ: 08 March 2020 ইং
Tracking Page সংগ্রহের শেষ তারিখ: 10 March 2020 ইং।
আবেদন ফি: পরীক্ষা ফি বাবদ ২০০/- টাকা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর Payment Gateway রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদনের ঠিকানা:
আরো নতুন চাকরির খবর: সিনিয়র অফিসার প্রকৌশলী অফিসার পদে বিভিন্ন ব্যাংকে নিয়োগ