স্পেশাল এন্ট্রি বি ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ

Spread the love

বাংলাদেশ নৌবাহিনীতে স্পেশাল এন্ট্রি বি ২০২০ ব্যাচে নিয়োগ। নৌবাহিনী জাহাজ,সাবমেরিন ও বিএন ডকইয়ার্ড টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি আরটিফিসার-৪র্থ (স্পেশাল এন্ট্রি) ও ডাইরেক্ট্রর এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ড এ ভর্তি করা হবে।আগ্রহীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

১।পদের নামঃ ডাইরেক্ট এন্ট্রি আরটিফিসার-৪র্থ(নৌবাহিনী জাহাজ,সাবমেরিন ও বিএন ডকইয়ার্ড)
শিক্ষাগত যোগ্যতাঃ পলিটেকনিক্যাল হতে উল্লেখিত বিষয়ে ডিপ্লোমা
বেতনঃ সশস্র বাহিনীর বেতন কাঠামো অনুযায়ী
বয়সঃ ১৮-৩০
অভিজ্ঞতাঃ N/A
বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত

২।পদের নামঃ এমই(এস)-২,ইএন-২ ( বিএন ডকইয়ার্ড)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান
বেতনঃ সশস্র বাহিনীর বেতন কাঠামো অনুযায়ী
বয়সঃ ১৮-৩০
অভিজ্ঞতাঃ উক্ত ট্রেডে ৬ মাসের কাজ করার অভিজ্ঞতা
বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

আরও বিস্তারিত জানতে নিচের সার্কুলারে দেখুনঃ

স্পেশাল এন্ট্রি বি ২০২০ ব্যাচে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ

অনলাইনে আবেদনপত্র সংগ্রহ করতে নিচের লিঙ্কে প্রবেশ করে Sailor selection Tab এ click করুনঃ

আবেদনের বিস্তারিতঃ
১।আবেদনপত্র অনলাইনে ও সার্কুলারে দেখানো ঠিকানা থেকে সংগ্রহ করা যাবে।
২।বাংলাদেশের যেকোনো ব্যাংক থেকে ২০০ টাকা উল্লেখিত ঠিকানাতে পে অর্ডার করতে হবে।
৩।পরিক্ষা ও ভর্তির তারিখ ও সময় সার্কুলারে বিস্তারিতভাবে দেয়া আছে।
৪।চুরান্তভাবে নির্বাচিতদের ১ জুলাই ২০২০ বানোউজা তিতুমির,খুলনাতে যোগদান করতে হবে।

আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে

Loading spinner

Check Also

বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে

বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveবরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *