সিনিয়র অফিসার ৭৭১টি পদে সোনালী রূপালী ব্যাংকে চাকরি

Spread the love

Table of Contents

সিনিয়র অফিসার ৭৭১টি পদে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ও কর্মসংস্থান ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে নিম্নে বর্ণিত সংখ্যক শূন্য পদসমূহ চাকরির বিজ্ঞপ্তি।
পদের নাম: সিনিয়র অফিসার
মোট পদ সংখ্যা: ৭৭১টি
সোনালী ব্যাংক লিমিটেড -২৬৪ টি
রূপালী ব্যাংক লিমিটেড -২১১টি
জনতা ব্যাংক লিমিটেড -১৩৯টি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক -১১৩টি
বাংলাদেশ হাউসবিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন -০৮টি
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ -৩০টি
কর্মসংস্থান ব্যাংক -০৬টি।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

সিনিয়র অফিসার

বেতন জাতীয় বেতন স্কেল: ২২০০০-২৩১০০-২৪২৬০ – ৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ স্কেল
শিক্ষাগত:
ক) স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান)/সমমান যোগ্যতা ডিগ্রি থাকতে হবে।
খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
সিনিয়র অফিসার
আবেদনের নিয়ম:
ক) Online Application Form পূরণ করতে হবে ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd)
খ) আবেদনপত্র পূরণ ও ফি প্রদানের শেষ তারিখ ও সময়: ০৪/০২/২০২০ তারিখ, রাত ১১.৫৯ টা।
গ) Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময়: ০৬/০২/২০২০ তারিখ, রাত ১১.৫৯ টা।
ঘ) আবেদন ফি: ২০০/-(টাকা দুইশত মাত্র) যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর Payment Gateway ‘রকেট’ এর মাধ্যমে প্রদান করতে হবে।
বি: দ্র: Online ফরম পুরণে যে কোন ধরনের সমস্যায় ইমেল করুন: zohabd69@gmail.com
Loading spinner

Check Also

এইচ এস সি পাসেই চাকরি

এইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা

Spread the loveএইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা। উক্ত সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *