সিনিয়র অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

Spread the love

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ২০১৯ সাল ভিত্তিক সিনিয়র অফিসার (সাধারণ) এর ৮৬৮টি শূন্য পদে প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়ােগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)
পদ সংখ্যা: মোট ৮৬৮টি
ক্রমনুসারে: সােনালী ব্যাংক লিঃ-এ ২৩৭টি,
জনতা ব্যাংক লিঃ-এ ৪৪০টি,
রূপালী ব্যাংক লিঃ-এ ৭৭টি,
বাংলাদেশ কৃষি ব্যাংক-এ ৯টি,
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ-এ ৩৪টি,
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ ৩২টি,
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-এ ২৪টি
এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন-এ ১৫টি।

বেতন স্কেল-২০১৫: টাকা ২২০০০-২৩১০০-২৪২৬০… … -৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
সিনিয়র অফিসার
শিক্ষাগত যােগ্যতা :
(ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রী।
(খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২ (দুই) টিতে প্রথম বিভাগ/ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা প্রযােজ্য হবে।
(গ) কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযােগ্য হবে না।

Google News বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন

 

আবেদন পদ্ধতি:
Online Application Form: কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd

আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময়:
৩১/০৩/২০২১ তারিখ, রাত ১১.৫৯টা। Verify Payment (Prepaid পদ্ধতি) এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময় : ০8/08/২০২১ তারিখ, রাত ১১.৫৯টা।

আবেদন ফি: অফেরতযােগ্য টা:
২০০/-(টাকা দুইশত মাত্র) যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর Payment Gateway ‘রকেট এর মাধ্যমে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট একাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে।

Loading spinner

Check Also

ভূমি মন্ত্রণালয়

ভূমি মন্ত্রণালয় প্রশাসন-১ শাখায় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveভূমি মন্ত্রণালয় প্রশাসন-১ শাখায় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখায় স্থায়ী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *