লালপুরে সিএনজির ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

Spread the love

বাইসাইকেল চালক নিহত

নাটোরের লালপুর উপজেলার লালপুর-বাঘা মহাসড়কে সিএনজির সামনা সামনি ধাক্কায় জামির আলী (৭০) নামের একজন বাইসাইকেল চালক নিহত হয়েছে। নিহত জামির উপজেলার উধনপাড়া এলাকার বাগাতবাড়ি গ্রামের মৃত ফয়েন মন্ডলের ছেলে।

শনিবার (০৬জুন) রাত সাড়ে ৮টার দিকে লালপুর- বাঘা মহাসড়কের হাজির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার রাত ৮ টার দিকে আম বাগান পাহারা দেওয়ার জন্য বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় জামির আলী। লালপুর-বাঘা সড়কের হাজির মোড় নামক স্থানে পৌঁছাইলে লালপুর থেকে ছেড়ে আশা সবুজ রংয়ের সিএনজি সামনা সামনি ধাক্কা দিলে গুরত্বর জখম হয় জামির।

পরে স্থানীয়রা এসে গুরুত্বর আহত অবস্থায় জামির কে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

মো. আশিকুর রহমান টুটুল

Loading spinner

Check Also

ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা

ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা সক্রিয় করার নিয়ম

Spread the loveফোনে ভূমিকম্পের মতো প্রাণঘাতী দুর্যোগ থেকে জীবন রক্ষায় গুগল এনেছে অত্যাধুনিক প্রযুক্তি ‘অ্যান্ড্রয়েড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *