লালপুরে পদ্মা নদীতে ধরা পড়েছে একমণ ওজনের বাঘাইড় মাছ

Spread the love

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে একমণ ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। রবিবার (০৫ জানুয়ারী) সকালে পদ্মা নদীর পাথরঘাটা এলাকায় লালন নামের এক জেলের জালে একমণ ওজনের এই বিশাল আকৃতির বাঘাইড় মাছটি আটকা পড়ে।

জেলে লালন মাছটি বিক্রিকরার জন্য লালপুর বাজারে নিয়ে আসলে মাছ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে লালপুর বাজারের ভাই ভাই মাছের আড়তে সাইদুর রহমানের কাছে ৩৭ হাজার মাছটি টাকায় বিক্রয় করেন। সাইদুর তাৎক্ষনিক মাছটি মৌখড়া এলাকার সোনারু মোজাম্মেল হকের নিকট ৪০ হাজার টাকায় বিক্রয় করেন।

আরও পড়ুন >> Atish Dipankar University Carrer Opportunity

এ বিষয়ে জেলে লালন বলেন, ‘সকালে পদ্মানদীর পাথরঘাটায় নদীতে মাছ ধরতে গেলে তারা জালে ৪০ কেজি ওজনের একটি বাঘাড় মাছ ধরা পড়ে। তিনি মাছটি ৩৭ হাজার টাকায় বিক্রি করেন। কিছুদিন আগেও ওই নদীতে ৩১কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছিলো বলে তিনি জানান।’

মো. আশিকুর রহমান টুটুল, নিজস্ব প্রতিবেদক

আরও পড়ুন >> গ্রামীনফোন নতুন সিমের অফার ।। নতুন সিমে ২০ জিবি ফ্রি

Check Also

কুমিল্লায়

কুমিল্লায় 4তলা ছাদ থেকে ফেলে দারোয়ানকে হত্যা

Spread the loveকুমিল্লায়, চান্দিনা – কুমিল্লার চান্দিনা উপজেলার পল্লী বিদ্যুৎ রোডে অবস্থিত একটি ভবনের ছাদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *