লালপুরে কাঁঠালের পাতা পাড়তে গিয়ে নিহত-১

Spread the love

নাটোরের লালপুরে প্রতিবেশীর ছাগলের জন্য কাঁঠালের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজান (৪০) নামের এক জনের মৃত্যু হয়েছে।

এঘটনায় নিহতের ভাই আজিজুল হক বাঁদী হয়ে লোকমান হোসেন ঝন্টু নামে লালপুর থানায় মামলা দায়ের করলে লালপুর থানা পুলিশ লোকমান হোসেন ঝন্টু কে আটক করে আদালতে প্রেরণ করেছে। লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার (২৪ মে) সাকালে উপজেলার নরুল্লাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিজান উপজেলার নুরুল্লাপুর গ্রামের বালুঘাট এলাকার মাহাতাব মন্ডলের ছেলে। আটককৃত লোকমান হোসেন ঝন্টু ঐ এলাকার আছমত সরকারের ছেলে।

ইসলাম >> দান করার সওয়াব বেশি না কি ঋণ দেয়ার সওয়াব বেশি?

স্থানীয় ও লালপুর থানা পুলিশ সূত্রে জানাগেছে, আজ সকাল ৬ টার দিকে প্রতিবেশী লোকমান হোসেন ঝন্টুর কাছে কাজের পাওনা ৫ হাজার টাকা চাইতে যায় মিজান। এসময় ঝন্টু মিজানকে কাঁঠাল গাছে উঠে কাঁঠাল গাছের পাতা পাড়তে বলেন। ঝন্টুর কথায় মিজান কাঁঠাল গাছের পাতা পাড়তে গাছে উঠলে। অসাবধানতাবসত গাছের উপর দিয়ে যাওয় বিদ্যুতের তারের সঙ্গে মিজানের হাত স্পর্শ হলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ডালে আটকে মারা যায় মিজান।

খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রুহুল আমিনসহ একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাঁঠাল গাছের দুই ডালে আটকে থাকা মিজানের মৃতদেহ উদ্ধার করে।

লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, ‘খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের ভাই আজিজুল হক বাঁদী হয়ে লোকমান হোসেন ঝন্টু নামে লালপুর থানায় মামলা করেছে। পরে আসামী ঝন্টুকে আটক করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন >> 

ই-সিম কি? বাংলাদেশে ই সিম চালু হয়েছে?

Loading spinner

Check Also

ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা

ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা সক্রিয় করার নিয়ম

Spread the loveফোনে ভূমিকম্পের মতো প্রাণঘাতী দুর্যোগ থেকে জীবন রক্ষায় গুগল এনেছে অত্যাধুনিক প্রযুক্তি ‘অ্যান্ড্রয়েড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *