যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ নিম্নোক্ত পদগুলো পূরণের নিমিত্তে বর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
১। পদের নামঃ গ্রন্থাগারিক – ০১টি স্থায়ী পদ
কেন্দ্রীয় গ্রন্থাগার দৃপ্তর
বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০/-
২। সহকারী টেকনিক্যাল অফিসার -১১টি স্থায়ী পদ
বিভাগঃ
ক। নার্সিং এন্ড হেলথ সায়েন্স
খ। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
গ। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
ঘ। বায়ােমেডিকেল ইঞ্জিনিয়ারিং
ঙ। এগ্রো প্রােডাক্ট প্রসেসিং টেকনােলজি
চ। গণিত
ছ। পুষ্টি ও খাদ্য প্রযুক্তি
জ। জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি
ঝ। ফিশারীজ এন্ড মেরিন বায়ােসায়েন্স
ঞ। মাইক্রোবায়ােলজি
ট। রসায়ন
সকল পদের বেতন স্কেলঃ ১৬০০০-৩৮৬৪০/-
আরও পড়ুন >> সহজে ও সংক্ষিপ্তভাবে Tense বুঝার কৌশল
৩। অডিটর – ০১টি স্থায়ী পদ
৪। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
শর্তাবলীঃ
ক। আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে প্রয়ােজনীয় সকল কাগজপত্রসহ ০২ সেট আবেদন রেজিস্ট্রার, যশোের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশাের-৭৪০৮ বরাবর।
খ। আগামী ১৮/০৫/২০২২খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌছাতে হবে।
গ। রেজিস্ট্রার, যবিপ্রবি এর কার্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটঃ www.just.edu.bd হতে আবেদন ফরম ও যােগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করা যাবে।
Product Review >> Dell Inspiron AIO 22 3280 8th Gen All in One PC
ঘ। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রের ছায়ালিপি সংযুক্ত করতে হবে-
(ক) শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণ সংক্রান্ত ও অন্যান্য সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র ও নম্বরপত্র
(খ) সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০৩ কপি ছবি
(গ) জাতীয় পরিচয় পত্র
(ঘ) চেয়ারমেন সনদপত্র।
(ঙ) বয়স গণনার ক্ষেত্রে আবেদন জমার শেষ তারিখ পর্যন্ত হিসাব করতে হবে।
(চ) পরীক্ষা ফিঃ ০১ এর জন্য ১১০০/- টাকা, ক্রমিক নং ০২ এর জন্য ৯০০/-টাকা এবং ক্রমিক নং ০৩ হতে ক্রমিক নং ০৪ এর জন্য ৫০০/- টাকা মূল্যের পে-অর্ডার ব্যাংক ড্রাফট (অফেরতযােগ্য)।
ছ। বর্তমান ঠিকানা লিখিত ১০/- (দশ) টাকার ডাকটিকেট সম্বলিত দুইটি ফেরত খাম আবেদন পত্রের সাথে সংযােজন করতে হবে।
Video >> পীরে উড়ে না মুরীদে উড়ায় । পীরজাদা রুহুল আমিন মাদানী । CAB AIMA দিল্লী ভারত