প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত কারিকুলাম অনুযায়ী “মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র” নরসিংহপুর, জিরাবাে, সাভার ঢাকায় ৩০ তম ব্যাচের (এপ্রিল-জুন/২০ সেশনে) প্রশিক্ষণার্থী ভর্তির জন্য দেশের যে কোন এলাকার ১৮ থেকে ৩৫ বৎসর বয়সের ভর্তি হতে ইচ্ছুক মহিলাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
০১। কোর্সের নাম: বেসিক কম্পিউটারকম্পিউটার অফিস (অ্যাপ্লিকেশন)
শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ/ তদূর্ধ্ব
মেয়াদকাল: ০৩ মাস।
কোটা: ৬০ জন।
০২। কোর্সের নাম: পেস্ট্রি এন্ড বেকারী প্রােডাকশন
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ/ তদূর্ধ্ব
মেয়াদকাল: ০৩ মাস
কোটা: ৬০ জন।
০৩। কোর্সের নাম: মাশরুম চাষ ও জৈব চাষাবাদ
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ/ তদূর্ধ্ব
মেয়াদকাল: ০৩ মাস
কোটা: ৬০ জন।
০৪। কোর্সের নাম: ড্রেস মেকিং এন্ড টেইলরিং
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ/ তদূর্ধ্ব
মেয়াদকাল: ০৩ মাস
কোটা: ৬০ জন।
আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম
০৫। কোর্সের নাম: হর্টিকালচার এন্ড নার্সারী (ফুল চাষ)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ/ তদূর্ধ্ব
মেয়াদকাল: ০৩ মাস
কোটা: ৬০ জন।

আমি বাংলার কথা বলি