বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় চাকরি

Spread the love

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

01. Name of Post: সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর -০৩টি
Education Qualification: (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী
(খ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ
(গ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; এবং (ঘ) কম্পিউটারে Word processing সহ ই-মেইল,
ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: 11000-26590/- টাকা।

02. Name of Post: কম্পিউটার অপারেটর- ০১টি
Education Qualification: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ লিখার অভিজ্ঞাতা।
বেতন: 11000-26590/- টাকা।

03. Name of Post: ক্যাশিয়ার- ০১টি
Education Qualification: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বানিজ্য বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: 10200-24680/- টাকা।

04. Name of Post: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ০১টি
Education Qualification: কোন স্বীকৃত বোর্ড হতে HSC বা সমমান পাশ হতে হবে।
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ লিখার অভিজ্ঞাতা।
বেতন: 9300-22490/- টাকা।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

05. Name of Post: অফিস সহকারী- ০১টি
Education Qualification: কোন স্বীকৃত বোর্ড হতে HSC বা সমমান পাশ হতে হবে।
(খ) কম্পিউটার Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন: 9300-22490/- টাকা।

আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে

06. Name of Post: অফিস সহায়ক- ০৩টি
Education Qualification: কোন স্বীকৃত বোর্ড হতে SSC বা সমমান পাশ হতে হবে।
(খ) কম্পিউটার Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন: 8250-20010/- টাকা।

Online এ আবেদন করা শুরুর সময় : 19 May 2019 ইং
Online এ আবেদন করা শেষ সময় : 03 June 2019 ইং

পরীক্ষা ফি: ক্রমিক নং ১ থেকে ৫ নং 100/- টাকা এবং ৬ নং পদের জন্য 50/- টাকা।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন।

Check Also

গোল্ডেন হারভেস্টে

গোল্ডেন হারভেস্টে ডাটা এন্ট্রি অপারেটর পদে ৪০০ জনের বিশাল নিয়োগ

Spread the loveগোল্ডেন হারভেস্টে ইনফোটেক লিমিটেডে (জিএইচআইটিএল) ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৪০০ জনকে নিয়োগ দেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *