বিআরটিসিতে চাকরি BRTC Jobs নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত বিআরটিসিতে BRTC তে 605 জন ড্রাইভার নিয়োগ করা হবে। সে মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে যা শেষ তারিখ 15/04/2019 ইং।
বিআরটিসিতে চাকরি BRTC Jobs
পদের নাম: বাস ট্রাক চালক (Driver)
পদের সংখ্যা: 605 জন
বেতন ও গ্রেড: 9300 – 22490 টাকা, গ্রেড: অপারেটর গ্রেড-সি
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ (Eight/Jsc Pass) হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা (3 Years Experience) থাকতে হবে।
বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম
জেলা: বরিশাল, পটুয়াখালী, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, নড়াইল, মাগুড়া ও ঝালকাঠি জেলাসমুহ বাদে সকল জেলার লোক আবেদন করতে পারবে।
অলসতা সকল অনর্থের মূল ।। ভাবসম্প্রসারণ
শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম
প্রশিক্ষণ: আবেদনকারী নির্বাচিত হওয়ার পর ১৫দিন প্রশিক্ষণ (Only 15 Days Training) গ্রহণ করতে হবে।
শর্তাবলী (Conditions): চাকরি পাওয়ার পরে বাধ্যতামূলক বিআরটিসিতে ১০ বছর (Must be compulsory for 10 years) চাকরি করতে হবে।
খুরচা যন্ত্রাংশ (Spare parts): যানবাহনের প্রাথমিক মেরামত, রুটিন রক্ষণাবেক্ষণ এবং খুরচা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
আবেদনের নিয়ম (Application rules): আবেদন পত্রে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা (Mobile Number), জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতিয় ও জন্ম নিবন্ধন সনদের নম্বর ও স্বাক্ষরসহ নিম্নরূপ কাগজপত্র সংযুক্ত করতে হবে।
যে সকল কাগজপত্র উপস্থাপন করতে হবে: ক)৩কপি পাসপোর্ট (PP) সাইজের ছবি, খ) NID অথবা জন্মনিবন্ধন সনদপত্রের ফটোকপি, গ) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ঘ) ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, চ) চেয়ারম্যান সনদপত্র, ছ) চেয়ারম্যান বিআরটিসি, পরিবহন ভবন ২১, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ বরাবর ১৫০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: 15/04/2019 ইং তারিখের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার করে দরখাস্ত পৌছাতে হবে।
বয়স: 20/03/2019 তারিখ হিসেবে 32 বছর হতে হবে।
সূত্র: 21/03/2019 বাংলাদেশ প্রতিদিন
সার্বিক সহযোগীতা: zohabd.com