বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এমপি বকুল

Spread the love

কারোনা ভাইরাসের প্রদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁচ শতাধিক নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাগাতিপাড়া ও জামনগর ইউনিয়নের  প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ এবং হাত ধোয়া সাবান পৌছেদেন এমপি বকুল। এছাড়া লালপুর ও বাগাতিপাড়া দুই উপজেলায় প্রথম পর্যায়ে ৫ হাজার ব্যাগ খাদ্য সামগ্রী বিতরনের প্রস্তুতি নিয়েছেন বলে জানান এমপি বকুল।

আরও পড়ুন >> জীবন বীমা কর্পোরেশন । নিয়োগ বিজ্ঞপ্তি

করোনা ভাইরাস মোকাবেলায় নিম্ন আয়ের মানুষদের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে বসে খাবার মত সামর্থ নেই এমন পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুত, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা প্রমূখ।

এসময় শহিদুল ইসলাম বকুল বলেন, ‘আপনারা সকলে ঘরে থাকুন আমি বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেবো। এছাড়া যাদের বাড়িতে খাদ্য নেই তারা আমার সাথে মুঠো ফোনে যোগাযোগ করুন তাদের বাড়িতেও খাদ্য পৌছে যাবে। তিনি সকলকে অনুরোধ করে বলেন, প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে আসবেন না। সরকারি নির্দেশনা মেনে চলুন এবং কেউ অসুস্থবোধ করলে দ্রæত হাসপাতাল সহ আমাকে অবগত করুন।

করোনায় কেউ আতংকিত হবেন না নিয়ম মেনে চললে আমরা সকলেই মরন ব্যাধী করোনা ভাইরাস থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ।’

আল-আফতাব খান সুইট, বাগাতিপাড়া থেকে।

আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে সহজেই

Loading spinner

Check Also

Asia Cup 2025 India vs Pakistan T20: উত্তেজনার ম্যাচে কে জিতবে আজ?

Spread the loveAsia Cup 2025 India vs Pakistan T20 – ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *