বাংলাদেশ নৌবাহিনীতে চাকুরীর বিজ্ঞপ্তি

Spread the love

বাংলাদেশ নৌবাহিনীতে জরুরী ভিত্তিতে ৭৩৬ জন লোক নিয়োগ দিবে

পদের নাম: ডিই/ইউসি (সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল)
পদের সংখ্যা: জেলা ভিত্তিক
বেতন ও গ্রেড: সরকারী বিধি মোতাবেক
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান, বিজ্ঞান বিভাগে জিপিএ ৩.০০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইন্সটিটিউট হতে ন্যুনতম A গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

পদের নাম: মেডিকেল
পদের সংখ্যা: জেলা ভিত্তিক
বেতন ও গ্রেড: সরকারী বিধি মোতাবেক
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান/সমমান), জিপিএ ৩.০০ (ন্যূনতম)

পদের নাম: পেটোলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ)
পদের সংখ্যা: জেলা ভিত্তিক
বেতন ও গ্রেড: সরকারী বিধি মোতাবেক
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পাস, সকল বিভাগে জিপিএ ৩.০০ (ন্যূনতম)

পদের নাম: টোপাস
পদের সংখ্যা: জেলা ভিত্তিক
বেতন ও গ্রেড: সরকারী বিধি মোতাবেক
শিক্ষাগত যোগ্যতা: (ন্যূনতম) ৫ম শ্রেণি পাস।

বাংলাদেশ নৌবাহিনীতে চাকুরীর অন্যান্য শর্তাবলীঃ

সকল পদবীর জন্যঃ ১। বাংলাদেশের নাগরিক হতে হবে ২। সাঁতার জানা আত্যাবশ্যক ৩। অবিবাহিত ৪। বয়স: ০১ জুলাই ২০১৯ তারিখ হিসাবে (ক) নাবিক: ১৭ থেকে ২০ বছর (খ) এমওডিসি (নৌ) ১৭ থেকে ২২ বছর।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

শিক্ষাগত যোগ্যতার সনদপত্র:

বাংলাদেশ নৌবাহিনীতে চাকুরীর জন্য এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদ/১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, মার্কশিটের সত্যায়িত ফটোকপি, মূল রেজিস্ট্রেশন কার্ড এবং এমডিট কার্ড।

অনলাইন আবেদন পদ্ধতি:

বাংলাদেশ নৌবাহিনীতে Sailor পদে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এ Apply Now ক্লিক করে পছন্দ মত পদে আবেদন করতে হবে। ২০০/- চার্জ (বিকাশ, রকেট বা ক্রেডিট কার্ড দিয়ে টাকা প্রদান করতে হবে)।

ভর্তি পদ্ধতি:

অনলাইনে আবেদনকারীগণ পুরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল কাগজপত্র নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। এছাড়া ম্যানুয়াল আবেদনকারীগণ সংগ্রহকৃত আবেদনপত্র পূরণকৃত পে-অর্ডার অথবা নগদ ২০০/- টাকা মূল্যে ক্রয়কৃত আবেদনতপত্রের রশিদ সহ সকল কাগজপত্র সঙ্গে করে ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে।

 

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় কিভাবে যাবেন? সুবিধা কি?

Google Pixel 10Google Pixel 10 ইন্টারনেট ছাড়াই চলবে WhatsApp কল ও ভিডিও কল

More : Samsung Galaxy A17 5G স্যামসাং মোবাইল Specification ও দাম

 

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *