প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জরুরী নিয়োগ

Spread the love

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জরুরী নিয়োগ – 25 April 2019 নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-০৭ (সাত)টি
বেতন স্কেল: 11000-26590/- টাকা (১৩ নং গ্রেড)
শিক্ষাগত যোগ্যতা:
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী
খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
গ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
ঘ) কম্পিউটার মুদ্রাক্ষর গতি নিম্নরূপ:
১) বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন 25 Words এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 30 Words.
২) সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে 45 Words এবং ইংরেজিতে প্রতি সর্বনিম্ন 70 Words.

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

শর্তাবলী:
১। আবেদনকারীগণকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত রয়েছে অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে।
৩। মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকডাযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে।
বয়স সীমা (25 April 2019 তারিখ অনুযায়ী):
ক. আবেদনকারীর বয়সসীমা 18-30 বছরের মধ্যে হতে হবে।
খ. মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বয়সসীমা 18-32 বছর।

প্রাথমিক ও গণশিক্ষা
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://mopme.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ: Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: 30 April 2019 সকাল 10.00 AM টা।
Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: 20 May 2019 বিকাল 05.00PM টা।
পরীক্ষার ফি: 112/(একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

Loading spinner

Check Also

অফিস সহায়ক ১৪টি পদে ভুমি মন্ত্রণালয়ে চাকরি

অফিস সহায়ক ১৪টি পদে ভুমি মন্ত্রণালয়ে চাকরি

Spread the loveঅফিস সহায়ক ১৪টি পদে ভূমি মন্ত্রণালয়ের প্রশাসন-১ অধিশাখায় স্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *