ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ-২০২০

Spread the love

ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গাজীপুর এ বিভিন্ন পদে বিশাল সংখ্যক নিয়োগ।ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজস্ব খাতের শূন্য পদসমুহে সম্পূর্ণরুপে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হবে।শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এই নিয়োগ দেয়া হবে।আগ্রহীদের নিকট হতে নিদিষ্ট সময়ের মধ্যে দরখাস্থ আহ্বান করা যাচ্ছে।

১। পদের নামঃ অধ্যাপক(তওই কৌশল বিভাগ)(আর্কিটেকচার বিভাগ)
বেতনঃ ৫৬৫০০-৭৪৪০০/-(গ্রেড-৩)
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঙ্গিনিয়ারিং/পিএইচডি
অভিজ্ঞতাঃ কমপক্ষে ৫-১০ বছরের অভিজ্ঞতা

২। পদের নামঃ সহকারি অধ্যাপক (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ)
বেতনঃ ৫০০০০-৭১২০০/-(গ্রেড-৪)
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতাঃ কমপক্ষে ৬-১০ বছরের অভিজ্ঞতা

৩। পদের নামঃ উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
বেতনঃ ৪৩০০০-৬৯৮৫০/-(গ্রেড-৫)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ও স্নাতকোত্তর/বিএসসি ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতাঃ কমপক্ষে ৫-১০ বছরের অভিজ্ঞতা

৪। পদের নামঃ সহকারি অধ্যাপক (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)(ইন্সটিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং)(আইপিই)
বেতনঃ ৩৫৫০০-৬৭০১০/-(গ্রেড-৬)
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ারিং/এমএসসি ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতাঃ কমপক্ষে ১-৪ বছরের অভিজ্ঞতা

৫। পদের নামঃ সহকারি অধ্যাপক (আর্কিটেকচার বিভাগ)
বেতনঃ ৩৫৫০০-৬৭০১০/-(গ্রেড-৬)
শিক্ষাগত যোগ্যতাঃ বিআরক/এমআরক/পিএইচডি
অভিজ্ঞতাঃ কমপক্ষে ১-৪ বছরের অভিজ্ঞতা

৬। পদের নামঃ সহকারি অধ্যাপক (গণিত বিভাগ)
বেতনঃ ৩৫৫০০-৬৭০১০/-(গ্রেড-৬)
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি/এমএসসি অনার্স/এমফিল
অভিজ্ঞতাঃ কমপক্ষে ১-৪ বছরের অভিজ্ঞতা

৭।পদের নামঃ প্রভাষক (পুরকৌশল বিভাগ)
বেতনঃ ২২০০০-৫৩০৬০/-(গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ারিং

৮।পদের নামঃ প্রভাষক (IEE)(IICT)(MME)(CFE)
বেতনঃ ২২০০০-৫৩০৬০/-(গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ারিং

৯।পদের নামঃ প্রভাষক (পদার্থ বিজ্ঞান বিভাগ)
বেতনঃ ২২০০০-৫৩০৬০/-(গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ারিং/এমএসসি

১০।পদের নামঃ সহকারি প্রোগ্রামার/সহকারি মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার
বেতনঃ ২২০০০-৫৩০৬০/-(গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ারিং

১১।পদের নামঃ একাউন্টস অফিসার
বেতনঃ ২২০০০-৫৩০৬০/-(গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ও স্নাতকোত্তর

১২।পদের নামঃ সহকারি টেকনিক্যাল অফিসার
বেতনঃ ১৬০০০-৩৮৬৪০/-(গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

১৩।পদের নামঃ টেকনিশিয়ান
বেতনঃ ১১০০০-২৬৫৯০/-(গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান

আবেদন করার বিস্তারিত জানতে নিচের সার্কুলারে দেখুনঃ

অনলাইনে আবেদন করতে নিচের লিঙ্কে প্রবেশ করুনঃ

Loading spinner

Check Also

সহকারী পরিদর্শক ১০টি পদে

সহকারী পরিদর্শক ১০টি পদে বিজ্ঞপ্তি: দুর্নীতি দমন কমিশন

Spread the loveসহকারী পরিদর্শক ১০টি পদে দুর্নীতি দমন কমিশনে – সহকারী পরিদর্শক ১০টি পদে দুর্নীতি দমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *