জাগরণী চক্র ফাউন্ডেশন নিয়ােগ বিজ্ঞপ্তি

Spread the love

জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন, পিকেএসএফ এর আর্থিক সহায়তায় বর্তমানে বাংলাদেশের ৪০টি জেলায় ৪১২টি শাখার মাধ্যমে মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচির আওতায় নিমােক্ত পদসমূহে নিয়ােগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রার্থীদের সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের যে কোন স্থানের দরিদ্র জনগােষ্ঠীর সাথে প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে।

১। ম্যানেজার (গ্রেড- ১০): ১০০ জন।
মাসিক বেতন: সর্বসাকুল্যে ৩৪,৬৪৯/- টাকা, এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমের কাজে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২। শাখা হিসাবরক্ষক (সহকারী ম্যানেজার, গ্রেড- ১১): ৮০ জন।
মাসিক বেতন: সর্বসাকুল্যে ২৪,৪৪৭/- টাকা, এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি।
শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমের হিসাবরক্ষকের কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন > Banglalink ডিজিটাল সার্ভিস Apps সমুহ

৩। শাখা হিসাবরক্ষক (সিনিয়র অফিসার, গ্রেড- ১২): ৭০ জন।
মাসিক বেতন: সর্বসাকুল্যে ২২,৩০২/- টাকা, এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি।
শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।

৪। অফিসার (গ্রেড- ১৩); ৩০০ জন।
মাসিক বেতন: সর্বসাকুল্যে ১৬,০০০/- টাকা। শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন ২০,০৮৩/- টাকা, এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান। মাঠ পর্যায়ে বাইসাইকেল/মটরসাইকেল চালিয়ে ঋণ কার্যক্রম পরিচালনা করার মানসিকতা থাকতে হবে।

৫। পিয়ন কাম গার্ড (গ্রেড- ১৬): ১০০ জন।
মাসিক বেতন: সর্বসাকুল্যে ৯,০০০/- টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যনতম এসএসসি/ সমমান পাশ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।

পরীক্ষা ফি: রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

শর্তাবলী: ৩ ও ৪ নং পদের প্রার্থীর প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর ১৫ দিনের On The Job Training এ অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণ শেষে চুড়ান্ত নিয়ােগের সময় ২ ও ৩ নং পদে নিয়ােগ প্রাপ্তদের ১৫,০০০/- টাকা এবং ৪ নং পদে ১০,০০০/- টাকা জামানত হিসেবে জমা দিতে হবে (যা সুদসহ ফেরত যােগ্য)। জামানতের টাকা * জাগরণী চক্র ফাউন্ডেশন” শিরােনামে শুধুমাত্র MICR পে অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন পাঠানাের ঠিকানা : জাগরণী চক্র ফাউন্ডেশন, ৪৬ মুজিব সড়ক, যশাের-৭৪০০।

আবেদনের শেষ তারিখ : ১৯ জুন ২০২১

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Loading spinner

Check Also

অফিস সহায়ক ১৪টি পদে ভুমি মন্ত্রণালয়ে চাকরি

অফিস সহায়ক ১৪টি পদে ভুমি মন্ত্রণালয়ে চাকরি

Spread the loveঅফিস সহায়ক ১৪টি পদে ভূমি মন্ত্রণালয়ের প্রশাসন-১ অধিশাখায় স্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *