খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিম্নলিখিত পদের বিপরীতে উল্লেখিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে:
১। পদের নাম: অধ্যাপক – ০৬টি
বেতন: ৫৬৫০০-৭৪৪০০/- (গ্রেড-৩)
অনুষদ: ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়ােমেডিক্যাল সায়েন্সেস অনুষদ।
বিভাগ:
(১) এনাটমি অ্যান্ড হিস্টোলজি, (২) ফিজিওলজি,
(৩) মাইক্রোবায়ােলজি অ্যান্ড পাবলিক হেলথ, (৪) লাইভস্টক প্রােডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট,
(৫) পােল্টি সায়েন্স এবং (৬) এনিম্যাল নিউট্রিশন
০২। পদের নাম: অধ্যাপক – ০৬টি
বেতন: ৫৬৫০০-৭৪৪০০/- (গ্রেড-৩)
কৃষি অনুষদ
বিভাগ: (১) এগ্রোনমি, (২) সয়েল সায়েন্স, (৩) হর্টিকালচার, (৪) এগ্রিকালচারাল কেমিস্ট্রি,
(৫) ক্রপ বােটানী এবং (৬) বায়ােকেমিষ্ট্রি অ্যান্ড মলিকুলার বায়ােলজি।
০৩। পদের নাম: অধ্যাপক-০৪টি
বেতন: ৫৬৫০০-৭৪৪০০/- (গ্রেড-৩)
অনুষদ: ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ
বিভাগ: (১) ফিশারি বায়ােলজি অ্যান্ড জেনেটিক্স, (২) একোয়াকালচার, (৩) ফিশারি
রিসাের্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এবং (৪) ওশানােগ্রাফি।
০৪। পদের নাম: অধ্যাপক-০৩টি
বেতন: ৫৬৫০০-৭৪৪০০/- (গ্রেড-৩)
অনুষদ: এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস স্টাডিজ অনুষদ
বিভাগ: (১) এগ্রিকালচারাল ইকোনমিক্স, (২) এগ্রিকালচারাল ফাইনেন্স, কো-অপারেটিভ
অ্যান্ড ব্যাংকিং এবং (৩) এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড বায়ােইনফরমেটিক্স।
০৫। পদের নাম: অধ্যাপক-০২টি
বেতন: ৫৬৫০০-৭৪৪০০/- (গ্রেড-৩)
অনুষদ: এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনােলজি অনুষদ
বিভাগ: (১) ফার্ম স্ট্রাকচার এবং (২) ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি।
০৬। পদের নাম: সহকারী অধ্যাপক -০১টি
বেতন: ৩৫৫০০-৬৭০১০/- (গ্রেড-৬)
অনুষদ: ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়ােমেডিক্যাল সায়েন্সেস অনুষদ
বিভাগ: (১) এনাটমি অ্যান্ড হিস্টোলজি।
০৭। পদের নাম: সহকারী অধ্যাপক-০২টি
বেতন: ৩৫৫০০-৬৭০১০/- (গ্রেড-৬),
কৃষি অনুষদ।
বিভাগ: (১) সয়েল সায়েন্স এবং (২) বায়ােকেমিষ্ট্রি অ্যান্ড মলিকুলার বায়ােলজি।
০৮। পদের নাম: পিএস টু ভিসি -০১টি
বেতন: ২৯০০০-৬৩৪১০/- (গ্রেড-৭)
প্রশাসনিক শাখা
০৯। পদের নাম: প্রভাষক-০৩টি
বেতন: ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯)
অনুষদ: ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়ােমেডিক্যাল সায়েন্সেস অনুষদ
বিভাগ: (১) ফিজিওলজি, (২) লাইভস্টক প্রােডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট এবং (৩)
এনিম্যাল নিউট্রিশন।
আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে
Offer View >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার
১০। পদের নাম: প্রভাষক-০১টি
বেতন: ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯)
অনুষদ: এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস স্টাডিজ অনুষদ।
বিভাগ: (১) এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড বায়ােইনফরমেটিক্স।
১১। পদের নাম: প্রভাষক-০২টি
বেতন: ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯)
অনুষদ: এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনােলজি অনুষদ
বিভাগ: (১) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।
১২। পদের নাম: প্রভাষক-০১টি
বেতন: ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯)
অনুষদ: ফুড সায়েন্সেস অ্যান্ড সেফটি অনুষদ
বিভাগ: (১) কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট
১৩। পদের নাম: প্রভাষক-০৬টি
বেতন: ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯)
অনুষদ: সায়েন্স, সসাস্যাল সায়েন্স অ্যান্ড হিউমিনিটিজ অনুষদ (নন-টেকনিক্যাল)
বিভাগ: (১) ম্যাথমেটিক্স, (২) ফিজিক্স, (৩) সােসিওলজি অ্যান্ড রাল ডেভেলপমেন্ট এবং (৪) ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ।
একাডেমিক/প্রশাসনিক শাখাঃ
১৪ | শাখা কর্মকর্তা/সমমান- ০২টি, বেতন: ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯)
১৫ | কম্পিউটার অপারেটর-১২টি, বেতন: ১২৫০০-৩০২৩০/- (গ্রেড-১১)
১৬। ল্যাব, টেকনিশিয়ান-০৩টি, বেতন: ১২৫০০-৩০২৩০/- (গ্রেড-১১)
১৭। অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিষ্ট-০২টি, বেতন: ৯৩০০-৩০২৩০/-(গ্রেড-১৬)
১৮। ফটোকপি মেশিন অপারেটর-০২টি, বেতন: ৮৮০০-২১৩১০/- (গ্রেড-১৮)
১৯। ল্যাব, এটেনডেন্ট-১২টি, বেতন: ৮৫০০-২০৫৭০/- (গ্রেড-১৯)
২০। অফিস সহায়ক-২০টি, বেতন: ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)
২১। মালি-০২টি, বেতন: ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)
২২। নিরাপত্তা প্রহরী-০৮টি, বেতন: ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)
২৩। পরিচ্ছন্নতা কর্মী-০৪টি, বেতন: ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)
শর্তাবলী:
ক. অনলাইনে আবেদন করতে হবে।
খ. আবেদনের ঠিকানা: www.kau.edu.bd
গ. আবেদনের শুরুর তারিখ: ১২ এপ্রিল ২০২০ইং
ঘ. আবেদনের শেষ তারিখ: ১০ মে ২০২০ ইং।
ঙ. পরীক্ষার ফি: ১০০০/- থেকে ৬০০/- টাকা ।
চ. আবেদন প্রিন্ট কপি ১২ মে ২০২০ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।