খানসামায় এমপি মাহমুদ আলী’র পিপিই প্রদান

Spread the love

খানসামায় এমপি মাহমুদ আলী’র পিপিই প্রদান

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দিনাজপুর খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স-মিডওয়াইফ ও কর্মচারীদের সুরক্ষার জন্য সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির পক্ষ থেকে পিপিই প্রদান করা হয়েছে।

বুধবার (৮এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আবু রেজা মাহমুদুল হক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.শামসুদ্দোহা মুকুলের কাছে সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির নির্দেশনা অনুযায়ী তার পক্ষ থেকে ৩০পিস পিপিই হস্তান্তর করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

আরো পড়ুন >> ইসলামী ব্যাংক হাউজ লোন ও সহজ শর্তে লোন নেবার নিয়ম

এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার নারায়ণ চন্দ্র রায় জয়, ডা.ফারুক রিজওয়ান, ডা.সিয়াম মোয়াজ্জেম, ডা.ফয়সাল, ডা.তন্নী, ডা.শতাব্দী, ডা.আইরিন সহ প্রমূখ।

//zohabd.com/খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

job circular zohabd

Loading spinner

Check Also

Asia Cup 2025 India vs Pakistan T20: উত্তেজনার ম্যাচে কে জিতবে আজ?

Spread the loveAsia Cup 2025 India vs Pakistan T20 – ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *