ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে। এই প্রতিষ্ঠান কৃষকদের ঋণ প্রদান, প্রশিক্ষণ, আধুনিক কৃষি প্রযুক্তি সরবরাহ এবং স্বনির্ভরতা অর্জনে সহায়তা করে থাকে। ফলে কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন SFDF জরুরী ভাবে ফাউন্ডেশনে 54 জন লোক নিয়োগ করা হবে, আগমী 07 May 2019 মধ্যে আবেদন করতে হবে।
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন SFDF জরুরী নিয়োগ
১। পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক
পদের সংখ্যা: 03 জন
বেতন: 35500-67010/- টাকা
Education Qualification: যে কোন বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর/ সমমান ডিগ্রিসহ সরকারি বেসরকারি সংস্থার দারিদ্র্য বিমোচন/ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ব্যবস্থাপনা পর্যায় পদে ০৫ বছরের অভিজ্ঞতা।বয়স: ৪০ বছর।
২। পদের নাম: ব্যবস্থাপক (মাঠ নিরীক্ষা)
পদের সংখ্যা: 01 জন
বেতন: 23000-55470/- টাকা
Education Qualification: ব্যবস্থাপক ব্যবসা প্রশাসন বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর সমমান ডিগ্রিসহ সরকারি বেসরকারি সংস্থার হিসাব সংক্রান্ত কাজে ব্যবস্থাপনা ০৫ বছরের অভিজ্ঞতা, বয়স: ৩৭ বছর।
বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন
৩। পদের নাম: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যা: 10 জন
বেতন: 10200-24680/- টাকা
Education Qualification: উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা পাস তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ডাটা এন্ট্রি হিসাবে অপারেটর প্রয়োজন।বয়স: ৩৫ বছর।
৪। পদের নাম: মাঠ কর্মকর্তা
পদের সংখ্যা: 40 জন
বেতন: 10200-24680/- টাকা
Education Qualification: উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা পাসসহ সরকারী/বেসরকারী সংস্থার মাঠ পর্যায়ে বাস্তব কাজের অভিজ্ঞাসম্পন্ন অগ্রাধিকার। বয়স: ৩৫ বছর।
নির্ধারিত আবেদন ফরমটি এবং অত্র বিজ্ঞপ্তি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন-এর ওয়েবসাইট www.sfdf.org.bd এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইট www.rdcd.gov.bd পাওয়া যাবে ।
প্রার্থীগণকে আবেদন ফরম
(ক) সদ্য তোলা পাসপোর্ট আকারের 03 Copy PP সাইজের সত্যায়িত ছবি;
(খ) মূলকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
(গ) আবেদন ফরম-এর সাথে ১নং ক্রমিকের প্রার্থীদের 500/- টাকা, ২নং ক্রমিকের প্রার্থীদের 400/- টাকা, ৩নং ক্রমিকের প্রার্থীদের 250/ টাকা ও ৪নং ক্রমিকের প্রার্থীদের 200/- টাকার অফেরতযোগ্য পোষ্টাল অর্ডার ব্যবস্থাপনা পরিচালক, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর নামে প্রেরণ করতে হবে।
আবেদন ফরম ডাউনলোড করুন
আবেদনের তারিখ: 07 May 2019 তারিখের মধ্যে অফিস চলাকালে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, পল্লী ভবন (৭ম তলা), ৫ কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবরে দরখাস্ত রেজিস্টার্ড ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌছাতে হবে।
আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে
Itel Super 26 Ultra স্পেসিফিকেশন, ফিচার ও দাম
XANON X1 Ultra সম্পূর্ণ স্পেসিফিকেশন, ফিচার ও দাম | Full Specs & Features