কেয়ামতের আলামত

Spread the love

কেয়ামতের আলামত এক অনিবার্য সত্য। কেয়ামতের আগে বিভিন্ন ছোট ও বড় আলামত প্রকাশ পাবে, যা মানুষের জন্য সতর্কবার্তা। দাজ্জালের আবির্ভাব, ইমাম মাহদির আগমন, সূর্য পশ্চিম দিক থেকে উদয়, মিথ্যা ও ফিতনার বিস্তার—এসবই কেয়ামতের আলামতের অংশ হিসেবে উল্লেখ আছে।

কেয়ামতের আলামত

কেয়ামতের আলামত – আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন “কুল্লু নাফসিন যাইক্বাতুল মাউত” প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সুরা আলে ইমরান, আয়াত ১৮৫।

আমরা কি একটি বারও কি ভেবে দেখেছি, একদিন সমস্থ জগৎ নিঃশেষ হয়ে যাবে সে সময় আমাদের অত্যন্ত কাছাকাছি চলে আসছে। বিভিন্ন তাফসীর কারকদের মতে কিয়ামতের অনেক আলামত রয়েছে যা আলামতে সুগরা বা ছোট আলামত, আলামতে কুবরা বা বড় আলামত। আমি বিভিন্ন বিশারদগনের মতের আলোকে আলামতে সুগরার কিছুটা আলামত তুলে ধরেছি।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

ইমাম মাহাসিবী তাঁর “রিয়ায়া” গ্রন্থে বর্ণনা করেন-
روی عنہ انہ قال وجدت نفسی کشاۃ تسلخ بید العقاب وھی حیۃ ۔
অর্থঃ আল্লাহ্পাক হযরত মুছা (আঃ) কে তাঁর মৃত্যুর অবস্থা জিজ্ঞেস করলে “তিনি জওয়াব দেন- কসাই একটি জীবিত বকরীর চামড়া খুললে যেরূপ কষ্ট হয় -আমিও সেরূপ কষ্ট পেয়েছি”।

আরও পড়ুন >> সূরা ইখলাস ও সূরা কাহাফ পাঠের ফজিলতসমুহ

কিয়ামতের ১৬টি আলামত

১। বেশী বেশী ভূমিকম্প হবে।
২। পৃথিবী নিকটে আসবে।
৩। হাতের লাঠি কথা বলবে।
৪। ঘরের পাথর কথা বলবে।
৫। তোমার ঘরে কি হচ্ছে তা দেখতে পাবে।
৬। কুরআন পড়বে বুঝবেনা।
৭। নেতার সংখ্যা বাড়বে আমানতদারী পাওয়া যাবেনা।
৮। পুরুষ পুরুষকে এবং নারী নারীকে বিবাহ করবে।
৯। তলোয়ারের যুদ্ধ বন্ধ হবে।
১০। ভাই ভাইকে হত্যা করবে।
১১। কুকুর পালন করবে।
১২। মানুষ চাঁদে যাবে।
১৩।হার্ট স্ট্রোক করে মানুষ মারা যাবে।
১৪। ঘরে ঘরে নর্তকী দেখবে।
১৫। মদ কাবে নাম হবে অন্যরকম।
১৬। ইমাম মেহেদী এবং হযরত ইসা (আঃ) এর আগমন ঘটবে।

আরো কিছু জানতে: দেড় হাজার বছর আগের কোরআন আয়াত বর্তমানে কার্যকর

মুদ্রণ ও সংগ্রহ: আকরাম আলী, সুপার, তালতলা ওয়ারেছিয়া দাখিল মাদরাসা।

Loading spinner

Check Also

আজকের নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি | বাংলাদেশের প্রতিটি বিভাগের জন্য

Spread the loveআজকের নামাজের সময়সূচি। বাংলাদেশের প্রতিটি বিভাগে নির্দিষ্ট সময় আপনার শহরের স্থানীয় সময় অনুসারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *