এইতো আমি- তানসেন হিমেলের কবিতা, নাটোর
এইতো আমি আমায় নিয়ে
মনকে শুধু ভাবাই,
আমার শত স্বপ্নগুলো
দিনের আলোয় তাড়াই।
এইতো আমি রোজ আমাকে
কান্না পেলেও হাসাই,
আমার যত ইচ্ছেগুলো
নীল আকাশে ভাসাই।
এইতো আমি স্মৃতি আমার
মন অনলে পুড়াই,
আমার যত অপূর্ণতা
দীর্ঘশ্বাসে উড়াই।
এইতো আমি জীবন আমার
আমার মত সাজাই,
আমি আমার কষ্টগুলো
আমার মাঝেই লুকাই।
বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন
শরীয়ত ও তরিকতের মৌলিক পার্থক্য এবং সম্পর্ক
নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত