ইনসাফ টেকনোলজি লিমিটেড
উদীয়মান প্রতিষ্ঠান ইনসাফ টেকনােলজি লি: এ বৈদ্যুতিক সাব-স্টেশন (ট্রান্সফরমার, সুইচ গিয়ার, পিএফ আই), এম ডিবি, এস ডিবি, সােলার সিস্টেম, বিবিটি, ডিজেল জেনারেটর, আই পি এস, ইউ পি এস, আর্থিং সিস্টেম, এল পি এস ইত্যাদি পণ্য সমূহ উৎপাদন, বাজারজাত, সরবরাহ এবং রক্ষনাবেক্ষন করনের লক্ষ্যে কিছু সংখক অভিজ্ঞ/ অনভিজ্ঞ লােকবল নিয়ােগ দেওয়া হইবে।
ইনশাআল্লাহ আকর্ষনীয় বেতন ও সুযােগ সুবিধা প্রদান করা হইবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০৫/১০/২০২০ইং তারিখের মধ্যে ইনসাফ টেকনােলজি লি:, রয়েল স্টার, হাউজ নং১৬, ওয়ার্ড নং-১৬, আউটপাড়া, চান্দনা চৌরাস্তা (টাঙ্গাইল রােড, ইউনিয়ন ব্যাংকের পিছনের বিল্ডিং), গাজীপুর সিটি, গাজীপুর
অথবা info.insaftechnologyhr@gmail.com এই ঠিকানায় সদ্য তােলা রঙ্গিন ছবি ও মােবাইল নম্বর সম্বলিত পূর্নাঙ্গ CV পাঠাতে হইবে। খামের উপর ক্রমিক নং ও পদের নাম উল্লেখ করিতে হইবে।
ইনসাফ টেকনোলজি লিমিটেড শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ইন্টারভিউ এর জন্য কল করা হইবে। প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না। অনিবার্য কারণবশতঃ কর্তৃপক্ষ আংশিক বা সকল নিয়ােগ প্রক্রিয়া বন্ধ করার অধিকার সংরক্ষন করেন। Web: www.insaftechnology.com