অর্থ মন্ত্রণালয়ে Economic Relations Division চাকরি

Spread the love

অর্থ মন্ত্রণালয়ে Economic Relations Division চাকরি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় (Economic Relations Division), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর ১৩তম, ১৬তম ও ২০তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সাধারণ ও হিসাবকোষ (General & Accounting) সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত নাগরিকেদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে:

অর্থ মন্ত্রণালয়ে এ চাকরি

পদের নাম ও সংখ্যা: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (Computer Operator) – 07 (সাত) জন।
বেতন ও গ্রেড: 11000 – 26590 টাকা (১৩তম গ্রেড)
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক (B.A) ও সমমান ডিগ্রী, সাঁটলিপিতে ও কম্পিউটারে পরদর্শি হতে হবে।
পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – 06 (ছয়) জন
বেতন ও গ্রেড: 9300 – 22490 টাকা (গ্রেড ১৬তম)
যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক (HSC) বা সমমান পাস, কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত।

New Jobs >> হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ নিয়োগ

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী (Office Assistant) – 18 (আঠার) জন
বেতন ও গ্রেড: 8250 – 20010 টাকা (গ্রেড ২০তম)
যোগ্যতা ও অভিজ্ঞতা: মাধ্যমিক (SSC) বা সমমান পাস

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষ) – 02 (দুই) জন
বেতন ও গ্রেড: 9300 – 22490 টাকা (গ্রেড ১৬তম)
যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক (HSC) বা সমমান পাস, কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত।
Online এ আবেদন ফরম পূরণের নিয়ম: অর্থ মন্ত্রণালয়ে Economic Relations Division (www.erd.gov.bd) অথবা (http://erd.teletalk.com.bd) ঠিকানায় আগামী 27 March 2019 থেকে 16 April 2019 পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি প্রদান করতে হবে।

ফি প্রদানের নিয়ম: 1. ERD<space>Used ID লিখে Send করতে হবে 16222
2. ERD<space>Yes<PIN লিখে Send করতে হবে 16222

Online ফরম পূরণ করতে ক্লিক করুন

পরীক্ষার সময়, প্রবেশপত্র, কেন্দ্র ও অন্যান্য তথ্য পেতে অর্থ মন্ত্রণালয়ে Economic Relations Division (www.erd.gov.bd) অথবা (http://erd.teletalk.com.bd) ঠিকানায় পাওয়া যাবে।

 

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় কিভাবে যাবেন? সুবিধা কি?

Google Pixel 10Google Pixel 10 ইন্টারনেট ছাড়াই চলবে WhatsApp কল ও ভিডিও কল

More : Samsung Galaxy A17 5G স্যামসাং মোবাইল Specification ও দাম

 

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *